Rani Mukherjee: বাঙালি মায়ের সঙ্গে একটা গোটা রাষ্ট্রের লড়াই! গল্প হলেও সত্যি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’র ঘটনা

রানি মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই ছবি মুক্তি পাবে ১৭ মার্চ
mrs-chatterjee-vs-norway-sagarika-bhattacharya-98201990
mrs-chatterjee-vs-norway-sagarika-bhattacharya-98201990

মাধ্যম নিউজ ডেস্ক: এক বাঙালি মায়ের সঙ্গে একটা গোটা রাষ্ট্রের লড়াই। মা, তাঁর সন্তানকে খাইয়ে দেন, নিজের সঙ্গে নিয়ে ঘুমোতে যান। সন্তানের মাথায় লাগান আশীর্বাদি টিকা, এটাই তাঁর অপরাধ। মায়ের কোল থেকে দুধের সন্তানকে কেড়ে নেয়ে রাষ্ট্র। লড়াই শুরু হয়। দীর্ঘ লড়াইয়ে জয় হয় মায়েরই। রানি মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের ছবি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’র ট্রেলারেই ফুটে উঠেছে সেই ছবির গল্প। রানির তুখোড় অভিনয়শৈলী, ব্রেস্টমিল্ক পাম্প করে রাখার মতো করুণ ও অর্থবহ দৃশ্য সাড়া ফেলেছে। কিন্তু জানেন, এই ছবি, গল্প হলেও সত্যি। যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি, তা জানতে ফিরে যেতে হবে ১২ বছর আগে। 

সত্য কাহিনী

২০১১, স্বামী ও দুই ছেলে মেয়ের সঙ্গে নরওয়েতে গিয়ে সংসার বেঁধেছিলেন সাগরিকা ভট্টাচার্য। ২০১১, স্বামী ও দুই ছেলে মেয়ের সঙ্গে নরওয়েতে গিয়ে সংসার বেঁধেছিলেন সাগরিকা ভট্টাচার্য। হঠাতই একদিন নরওয়ের শিশু সুরক্ষা কমিশন তাঁর কোল থেকে কেড়ে নিয়ে যায় দুই সন্তানকে। তখন তাঁর ছেলে অভিজ্ঞানের বয়স মাত্র ৩। আর মেয়ে ঐশ্বর্যা তখন এক বছরের, দুধ খাওয়াও ছাড়েনি সে। নরওয়ে কর্তৃপক্ষের মনে হয়েছিল, সন্তানকে হাত দিয়ে খাওয়ানো মানে তাকে জোর করে খাওয়ানো, একজন সুস্থ বাবা-মা নাকি এমনটা করতেই পারেন না। এখানেই শেষ নয়, তিন বছরের পুত্র সন্তান কেন তার বাবার সঙ্গে শোবে? কেন নেই তার আলাদা বিছানা– এ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা। অভিযোগ ছিল, বাচ্চাদের জন্য নাকি ঘরে খেলার পর্যাপ্ত জায়গা নেই। এই ধরনের নানা অভিযোগে সাগরিকার থেকে সন্তান কেড়ে নিয়ে রাখা হয়েছিল সরকারি হেফাজতে।

আরও পড়ুন: মহারাজের ভূমিকায় কে প্রায় নিশ্চিত! সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু শীঘ্রই

সন্তান হারানোর যন্ত্রণায় স্বামী-স্ত্রীয়ের নিত্য ঝগড়া লেগে থাকত। সন্তানকে ফিরে পেতেই অনুরূপ ও সাগরিকা আলাদা হয়ে যান। বিদেশ মুলুকে একা লড়াই করেছিলেন সাগরিকা। অনেক টানাপড়েনের পর ঘটনায় হস্তক্ষেপ করে ভারত সরকার। অবশেষে বাচ্চার কাকার কাছে তাদের দায়িত্ব ন্যস্ত করার সিদ্ধান্ত নেয় নরওয়ে। কিন্তু সন্তানকে নিজের কাছে ফিরে পেতে মরিয়া মা। ২০১৩ সালে প্রায় দুই বছর লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট মা’কে তাঁর দুই সন্তানের দায়িত্ব দেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাগরিকা। মায়ের মমতা, ভালবাসা, বিশ্বাসের কাছে হার মানে সবকিছু সমাজ থেকে রাষ্ট্র।

ফিরছেন রানি

সাগরিকার এই লড়াইকেই পর্দায় নিয়ে আসছেন রানি মুখোপাধ্যায়। মর্দানি অবতার একেবারে দূরে সরিয়ে এই ছবিতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা যাবে রানিকে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানির স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই ছবি থেকেই বলিউডের পা রাখলেন অনির্বাণ। ছবিটি মুক্তি পাবে ১৭ মার্চ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles