Cash Recovery: অধ্যাপকের বাড়িতে মিলল রাশি রাশি টাকা, পরিমাণ কত জানেন?

এর নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা...
money
money

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের বিপুল পরিমাণ নগদ উদ্ধার (Cash Recovery)। এর আগে টাকা মিলেছিল টালিগঞ্জে, বেলঘরিয়ায় এবং গার্ডেনরিচে। এবার তাড়া তাড়া নোট উদ্ধার হল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দহে, এক অধ্যাপকের ফ্ল্যাটে। এদিন উদ্ধার হল প্রায় ৩২ লক্ষ টাকা। উদ্ধার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ।

বান্ডিল বান্ডিল টাকা...

শুক্রবার খড়দহের নাথুপাল ঘাট রোড এলাকায় শিরোমণি আবাসনে হানা দেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। এই আবাসনেরই একতলায় প্রায় আড়াই বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে বাস করছেন অধ্যাপক অমিতাভ দাস। তাঁর ফ্ল্যাট থেকেই মেলে বিপুল অঙ্কের নগদ (Cash Recovery)। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসেবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে, ভুয়ো সার্টিফিকেট বের করে দিয়েই এই টাকা তুলেছিলেন অধ্যাপক।

আরও পড়ুুন: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

অধ্যাপকের এই কাজের সঙ্গে আর কেউ যুক্ত কিনা, এর নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অধ্যাপকের পরিবারের সদস্যদের। এদিন যে টাকা  উদ্ধার (Cash Recovery) হয়, তার সিংহভাগ নোটই ছিল ২০০০ টাকার। টাকা গুণতে নিয়ে আসা হয় ব্যাঙ্ক কর্মীদের। ঠিক কী কারণে গোয়েন্দারা ওই ফ্ল্যাটে তল্লাশি চালালেন, এদিন রাত পর্যন্ত তা স্পষ্ট নয়। ওই ফ্ল্যাটের অন্য আবাসিকদের দাবি, এর আগে সন্দেহজনক কিছু চোখে পড়েনি তাঁদের।

প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষ দিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির জালে ধরা পড়ে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। দফায় দফায় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৫০ লক্ষ টাকা (Cash Recovery) বাজেয়াপ্ত করে ইডি। গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। তার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের নগদ উদ্ধার। এবং সেটা এ রাজ্যেই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles