মাধ্যম নিউজ ডেস্ক: হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত (Prophet Remarks Row) মন্তব্য করে গ্রেফতার হয়েছেন তেলঙ্গানার (Telangana) বিধায়ক বিজেপির টি রাজা সিং (T Raja Singh)। পরে তাঁর জামিনও হয়েছে। দল থেকে তাঁকে সাসপেন্ডও করেছে বিজেপি (BJP)। বুধবার তাঁর জামিনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে জনতা। এদিন হায়দরাবাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে জনতা। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন এলাকা।
বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন গোশামহল কেন্দ্রের দু বারের বিধায়ক বিজেপির টি রাজা সিং। ভিডিওটি ঘিরে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। ঘটনার পরে পরেই দল থেকে তাঁকে সাসপেন্ড করে বিজেপি। পরে গ্রেফতার করা হয় রাজাকে। বিজেপির এই বিধায়কের দাবি, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাঁর। রাজা বলেন, কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করে ভিডিও তৈরি করিনি আমি। ভিডিওতে কেবল ফারুকিকে কটাক্ষ করা হয়েছিল। বিধায়কের সাফাই, আমি কারও ভাবাবেগে আঘাত করিনি। আদালতে তোলা হলে জামিনও পেয়ে যান রাজা।
এরই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। তালাবকাট্টা, চারমিনার, মুখলপুরা, চঞ্চলগুড়া, বাহাদুরপুর এবং আম্বেরপেট এলাকায় সারারাত রাস্তা অবরোধ করে বসে থাকে বিক্ষোভকারীরা। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। মুখলপুরায় পুলিশের ভ্রাম্যমাণ গাড়ির ওপর পাথর ছোঁড়ে জনতা। যদিও কেউই জখম হননি। এদিন সকালে শাহ আলি বান্দা এলাকায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ। আম্বেদকর স্ট্যাচুর সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের মহিলারা। বিক্ষোভকারী খালিদা পারভিন বলেন, রাজা সিংকে গ্রেফতার করা হল, পরে জামিনও দিয়ে দেওয়া হল। এ থেকেই বোঝা যাচ্ছে ওঁর প্রতি রাজ্য সরকারের দুর্বলতা রয়েছে।
মিম বিধায়ক তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ পাশা কোয়াদ্রি রাজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লিখেছেন বিধানসভার স্পিকার পচারাম শ্রীনিবাস রেড্ডিকে। এদিকে রাজা জানান, শীঘ্রই তিনি বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে তাঁর ব্যাখ্যা সম্বলিত পত্র পাঠাবেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours