মাধ্যম নিউজ ডেস্ক: আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬০তম জন্মবার্ষিকী দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস হিসেবে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন আজকের দিনটি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করছে।
স্বামীজির (Swami Vivekananda) বাড়ি
স্বামীজীর (Swami Vivekananda) বসত বাড়ি সিমলাতেও নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজির (Swami Vivekananda) প্রতিকৃতিতে এদিন মাল্যদান করতে দেখা যায় বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাকে। অনেক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও আসে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। বেশ কিছু শোভাযাত্রা স্বামীজির বাড়িতে এসে শেষ হয়।
বেলুড় মঠ
জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে প্রতি বছরের মতো এবারেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের সদস্যরা স্বামীজীর (Swami Vivekananda) প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। সকাল সাড়ে ন'টা থেকে এদিন বেলুড় মঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। গান, আধ্যাত্মিক আলোচনা, স্বামীজির জীবনী ও বাণী বিষয়ে বক্তব্যের মধ্যে দিয়ে পালিত হতে থাকে বীর সন্ন্যাসীর (Swami Vivekananda) জন্মদিন।
প্রধানমন্ত্রীর ট্যুইট
স্বামীজীর (Swami Vivekananda) জন্মদিন উপলক্ষে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের শ্রদ্ধা জানাতে দেখা যায়। ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জাতীয় যুব দিবস উপলক্ষে ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "আজকে আমি কর্নাটকের হুবালিতে থাকবো, সেখানে ২৬তম জাতীয় যুব উৎসব পালিত হবে, স্বামী বিবেকানন্দের আদর্শ দেশ গঠনে আমাদের যুবসমাজকে পরিচালিত করুক"।
स्वामी विवेकानंद को उनकी जयंती पर सादर नमन। उनका जीवन राष्ट्रभक्ति, आध्यात्मिकता और कर्मठता के लिए सदैव प्रेरित करता है। उनके महान विचार और आदर्श देशवासियों का मार्गदर्शन करते रहेंगे।
— Narendra Modi (@narendramodi) January 12, 2023
শুভেন্দু অধিকারীর ট্যুইট
অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন স্বামীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইট করেন। জাতীয় যুব দিবসে তিনি ট্যুইটে লেখেন স্বামীজীর শিক্ষা, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতা ভারতবর্ষের তরুণ সমাজকে সর্বদাই উদ্দীপ্ত করবে।
“Arise, awake and stop not till the goal is reached.” – Swami Vivekananda
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 12, 2023
Swami Vivekananda's teachings on Education, Nationalism & Spirituality would always remain relevant and inspire the Youth of India.
Greetings on #NationalYouthDay & #SwamiVivekanandaJayanti. pic.twitter.com/MZLg3kbyjD
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours