মাধ্য়ম নিউজ ডেস্ক: আগামীকাল ও পরশু ১৫ এবং ১৬ সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) সামিটে অংশগ্রহণ করতে আজই উজবেকিস্তানের সমরখন্দে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বিশ্বের ১৫ জন নেতার মধ্যে নাম রয়েছে মোদির। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হতে চলেছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। তাঁদের মধ্যে আলাদা আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।
সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর রওনা দিয়ে ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন মোদি (PM Modi)। SCO-সামিটে (SCO summit in Samarkand) যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও। কোভিড অতিমারির পর এই প্রথমবার সামনাসামনি অনুষ্ঠিত হতে চলেছে এই সামিট। এর আগে ২০১৯ সালে শেষবার কির্গিজস্তানে অনুষ্ঠিত হয়েছিল এসসিও। সবকিছু ঠিকঠাক থাকলে এরপরের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে। তাই ভারতের কাছে এবারের সামিট খুবই গুরুত্বপূর্ণ। চিন, রাশিয়ার পাশাপাশি যোগ দেবেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইরানের ইব্রাহিম রাইসিও। চিন, ভারত, কাজাখাস্তান, কির্গিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই আটটি দেশ এখন এসসিও-র সদস্য।
আরও পড়ুন: মঙ্গলবারও সারাদিন বৃষ্টি চলবে, নেমেছে তাপমাত্রার পারদ, বুধে বৃষ্টি কমার পূর্বাভাস
গালওয়ান সংঘর্ষের পর সাংহাই কর্পোরেশন অর্গনাইজেশনের শীর্ষ সম্মেলনে মুখোমুখি হতে পারেন মোদি ও জিনপিং। এর আগে ২০১৭ সালের ৭ জুলাই জি-২০ সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রনেতা। সেবারে ডোকলাম সংঘাত মিটিয়ে নিয়েছিলেন দুই নেতা। সূত্রের খবর, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গেও মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours