PM Modi: দিল্লির প্রগতি ময়দানের নয়া কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

১২৩ একর জায়গা জুড়ে রয়েছে প্রগতি ময়দান...
g20_ITPO_complex_f
g20_ITPO_complex_f

মাধ্যম নিউজ ডেস্ক: সংস্কার করা হয়েছে দিল্লির প্রগতি ময়দান। সেখানেই তৈরি হয়েছে নয়া কনভেনশন সেন্টার। ২৬ জুলাই এরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেপ্টেম্বরে রয়েছে জি-২০ লিডার্স সামিট। সরকারি সূত্রের খবর, সেই সামিট হবে নয়া এই কনভেনশন সেন্টারে। নয়া এই ভবনের নাম ইন্টিগ্রেটেড এক্সিবিশান কাম কনভেনশন সেন্টার। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, ইন্ডিয়া ট্রেড প্রমোশান অর্গানাইজেশন কমপ্লেক্স, যেখানে ভারতের জি-২০ লিডার্স সামিট হবে, সেটির উদ্বোধন হবে ২৬ জুলাই।

প্রগতি ময়দান

তবে তারা জানায়নি যে স্বয়ং প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করবেন। সরকারি একটি সূত্রেই খবর, ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রগতি ময়দানের মালিকানা রয়েছে ইন্ডিয়া ট্রেড প্রমোশান অর্গানাইজেশনের হাতে। ১২৩ একর জায়গাজুড়ে রয়েছে এই ময়দান। মিটিং, কনফারেন্স কিংবা প্রদর্শনীর জন্য এটাই ভারতের দীর্ঘতম ময়দান। বিশ্বের প্রথম পর্যায়ের ১০টি প্রদর্শনী এবং কনভেনশন কমপ্লেক্সের মধ্যে রয়েছে দিল্লির এই ময়দান। এই ১০টির মধ্যেই পড়ে জার্মানির হ্যানোভার এক্সিবিশান সেন্টার, সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশান অ্যান্ড কনভেনশন সেন্টারও।

আসন সংখ্যা

জানা গিয়েছে, দিল্লির (PM Modi) এই কনভেনশন সেন্টারেই হবে জি-২০ সামিট। আসন সংখ্যা সাত হাজার। সিডনির অপেরা হাউসে রয়েছে এর চেয়েও ঢের কম আসন। সেখানে আসন সংখ্যা মাত্রই পাঁচ হাজার। প্রসঙ্গত, প্রগতি ময়দানের সংস্কার শুরু হয়েছিল ২০১৭ সালে। ২০১৯ সালের মধ্যে সংস্কারের কাজ শেষ করার কথা ছিল। তবে ওই সময়সীমার মধ্যে কাজ শেষ করা যায়নি। কাজ করছিল এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেড নামে একটি কোম্পানি। ইন্টিগ্রেটেড এক্সিবিশান কাম কনভেনশন সেন্টার নির্মাণের পাশাপাশি প্রকল্পের মধ্যে ছিল একটি নতুন এক্সিবিশন হল নির্মাণ।

আরও পড়ুুন: বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তলব দিল্লিতে! কী নিয়ে আলোচনা হতে পারে?

উদ্বোধন হওয়ার (PM Modi) পরে এখানেই হবে জি-২০ লিডার্স সামিট। গত বছর জি-২০ সামিট আয়োজনের দায়িত্ব পায় ভারত। তার পর থেকে গত এক বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে নানা অনুষ্ঠান। এই সামিট হয়েছে কাশ্মীরেও। শেষ সামিটটি হবে নয়া দিল্লিতে। তার পরেই শেষ হবে বছরব্যাপী এই সামিটের। এর পর ফের সামিট আয়োজনের ব্যাটন চলে যাবে অন্য কোনও দেশের হাতে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles