Panchayat Election 2023: “এখনও সময় আছে রাজধর্ম পালন করুন”, রাজীবকে হুঁশিয়ারি রাজ্যপালের

"গঙ্গার জলে আপনার হাতের রক্ত ধোয়া যাবে না..."
ananda-bose-rajib-sinha_(1)_(1)
ananda-bose-rajib-sinha_(1)_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: “আপনাকে আমি নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। দায়িত্ব পালনে আপনি ব্যর্থ। এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ করুন। রাজধর্ম পালন করুন।” বৃহস্পতিবার এই ভাষায়ই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তার আটচল্লিশ ঘণ্টা আগে রাজ্যপালের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

আগুন নিয়ে খেলা!

এদিন সাংবাদিকদের সামনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার উদ্দেশে রাজ্যপাল বলেন, “আগুন নিয়ে খেলা হচ্ছে। রক্ত নিয়ে খেলা হচ্ছে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। মানুষের অসহায়তা দেখেছি। চোখের জল দেখেছি। পিতৃহারা শিশুর কান্না দেখেছি। এই রাজনৈতিক হিংসা (Panchayat Election 2023) বন্ধ হওয়া উচিত।” বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের অমর কীর্তি ‘ম্যাকবেথ’ নাটকের প্রসঙ্গ টেনে রাজীবের উদ্দেশে রাজ্যপাল বলেন, “সঠিক পদক্ষেপ করতে যদি ব্যর্থ হন, তাহলে আরবের সমস্ত সুগন্ধী আপনার ছোট হাতকে মিষ্ট করবে না। পবিত্র গঙ্গার জলে আপনার হাতের রক্ত ধোয়া যাবে না।”

রাজ্যপালের চোখে জল

তিনি বলেন, “বাসন্তী, পুরুলিয়া, কোচবিহারে হিংসার দায় কার? কে ঘাতক? রাজ্য নির্বাচন কমিশনের জানা উচিত। এত মৃত্যুর দায় কার? কমিশনকে জবাব দিতে হবে।” শনিবার যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়, সে ব্যাপারে সুনিশ্চিত করতে রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, “গ্রাউন্ড জিরো  হন রাজ্য নির্বাচন কমিশনার (Panchayat Election 2023)। মানুষের হৃদয় ভেঙে গিয়েছে। মানুষ বলছে, তাঁদের প্রিয়জনের জীবন ফেরাতে।”

আরও পড়ুুন: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

রাজ্যপাল যখন কথাগুলি বলছেন, তখন তাঁর দু চোখের কোণে চিকচিক করছে জল। রাজ্যপাল বলেন, “এখনও সময় রয়েছে। সঠিক পদক্ষেপ করুন। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগান। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। স্ট্রংরুমে নিরাপত্তা বাড়ান। সাধারণ মানুষের কথা শুনুন। তাঁদের মতামত নিন। মানুষ বলছে, নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে, খতিয়ে (Panchayat Election 2023) দেখুন।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম, বাংলার গ্রামেগঞ্জে গিয়ে দেখব, চিত্ত হেথায় ভয় শূন্য, উচ্চ হেথায় শির। কিন্তু এসে দেখলাম, একেবারে উল্টোটা। মানুষের মনে ভয়, মাথা হেঁট হয়ে রয়েছে।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles