মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই ভয়ঙ্কর দূষণে নাভিশ্বাস উঠেছে দিল্লিবাসীর। তবে দূষণ থেকে সাময়িক স্বস্তি মিলেছে। দিল্লি-নয়ডার অনেক এলাকায় বৃহস্পতিবার রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দিল্লির অনেক এলাকায় একিউআই-এর স্তর ৪০০ থেকে নেমে ১০০ হয়েছে। মনে করা হচ্ছে, বৃষ্টিপাতের প্রতিদিন যেভাবে দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হচ্ছিল, তা সাময়িকভাবে বন্ধ হবে।
মাঝ রাতে বৃষ্টি নামল দিল্লিতে
ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ‘কৃত্রিম বৃষ্টি’ নামানোর সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। ২০ ও ২১ নভেম্বর দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টির খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মুখ্য সচিবকে শীর্ষ আদালতে সরকারের মতামত তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে সমর্থন করলে ২০ নভেম্বরের মধ্যে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির প্রথম ধাপের ব্যবস্থা করতে পারে। তার আগেই ভর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হল। ফলে, শুক্রবার সকালে দিল্লি রাজধানী এলাকার বায়ুর গুণমান সূচকে সামান্য উন্নতিও ধরা পড়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৭টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক ছিল ৩৯৮। গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল।
#WATCH | Delhi witnesses sudden change in weather, receives light rain
— ANI (@ANI) November 10, 2023
(Visuals from Kartavya Path) pic.twitter.com/YeGPH70uAD
বৃহস্পতিবার রাতে সিংগু সীমান্তে গিয়েছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। তিনি বলেন, “জাতীয় রাজধানীতে দূষণের মাত্রা দেখে অপ্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সিএনজি এবং বিদ্যুততালিত ট্রাকগুলির প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য সমস্ত সীমান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল আমি আবার হরিয়ানা এবং উত্তর প্রদেশ সরকারকে ট্রাক প্রবেশ নিষিদ্ধের বিষয়ে একটি চিঠি লিখব।” শুক্রবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের তরফে বলা হয়েছে, দিল্লির দূষণ মোকাবিলায় 'স্মগ টাওয়ার' কোনও সমাধান নয়। দূষণের অন্যতম কারণ পঞ্জাবের কৃষকদের ফসলের গোড়া পোড়ানো। আগামী দিনে কেন্দ্রীয় সরকার আর দিল্লি দূষণ আটকাতে আর 'স্মগ টাওয়ার' তৈরি করবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours