মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়া (Nadia) জেলায় সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী বিজেপি, এখানে গণতান্ত্রিকভাবে ভোট হবে, বাধা দেওয়ার ক্ষমতা নেই তৃণমূলের, এমনটাই বললেন নদিয়ার বিজেপি বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর থানার ফুলিয়া বিডিও অফিসে বিজেপির শতাধিক মনোনয়ন জমা পড়ল আজ। গত দুই দিনে প্রচুর সংখ্যায় বিজেপির মনোনয়ন পত্র জমা দিয়ে শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী।
নদীয়ার (Nadia) বিধায়ক কী বললেন?
মনোনয়ন জমা দেওয়ার দ্বিতীয় দিনে বিজেপির প্রায় শতাধিক প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেছেন। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট (Nadia) উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জী। তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইলেকশন কমিশনের এই তড়িঘড়ি সিদ্ধান্ত শুধু আমাদের নয়, প্রতিটি রাজনৈতিক দলের জন্যই অসুবিধার সৃষ্টি করছে। ইলেকশন প্রক্রিয়া শুরুর আগে কিছু গণতান্ত্রিক নিয়ম থাকে। যেখানে অন্তত এক সপ্তাহ আগে সর্বদলীয় বৈঠক ডাকার প্রয়োজন হয়। কিন্তু এখানে কিছুই মানা হয়নি। নিজেদের সুবিধামতো কমিশনকে কাজে লাগিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল। শাসক দল চাইছে না এ রাজ্যে কোনও বিরোধী রাজনৈতিক দল থাকুক। তবে আমরা প্রতিটি বাধা পেরিয়ে সাংগঠনিক দিক থেকে ১০০ শতাংশ প্রস্তুত রয়েছি। প্রতিটি পঞ্চায়েত স্তরেই আমরা প্রার্থী দেব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাব।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন হবে না তো!
পাশাপাশি বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী (Nadia) কটাক্ষের সুরে বলেন, রাজ্য পুলিশ দিয়ে বিগত ১৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে পুনরায় করতে চাইছে নির্বাচন কমিশন। আর সেই জন্যই একদিনে গোটা রাজ্যের ভোট, রাজ্যের পুলিশকে দিয়ে ভোট লুট করার পরিকল্পনা করছে রাজ্যের শাসক দল। তিনি আরও বলেন, তৃণমূল চাইছে গোটা রাজ্যে বিরোধী শূন্য ভোট হোক। আর এই লক্ষমাত্রাকে নিয়ে রাজ্য সরকার, নির্বাচন কমিশনকে পুরোপুরি ভাবে পরিচালনা করছে। বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী আরও বলেন, নদিয়া জেলায় শাসক দলের কোনও নেতা কর্মীরা বিজেপির মনোনয়নকে আটকাতে পারবে না। অনেক প্রতিকুলতার মধ্যে আমরা রাজনৈতিক বিরোধিতা করেও আমাদের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা করব। আমরা এই দুর্নীতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে সর্ব শক্তি দিয়ে এই নির্বাচনে লড়াই করব।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours