মাধ্যম নিউজ ডেস্ক: ফের মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে এক প্রকাশ হুঁশিয়ার দিল কিম জং। রবিবার এই মিসাইল ছোড়ার কথা জানিয়েছে উত্তর কোরিয়া (North Korea)। উত্তর কোরিয়ার (North Korea) মতে, এই মিসাইল ওয়াশিংটন এবং সিওলকে সতর্ক করতেই পরীক্ষা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, “অতর্কিতে করা এই ড্রিল দেখাচ্ছে পিয়ংইয়ং ক্ষমতা রাখে পরমাণু হামলা পাল্টা দিতে।”
কখন করা হয় এই মিসাইল পরীক্ষা
শনিবার সেখানকার স্থানীয় সকাল নাগাদ উত্তর কোরিয়াতে (North Korea) শাসক কিম জং উন এই মিলিটারি ড্রিলের নির্দেশ দেন বলে জানা গিয়েছে। তার পরই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং ওয়াসং-১৫ মিসাইল ছোড়ে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়ার (North Korea) ছোড়া মিসাইল সনাক্ত করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তারা জানিয়েছে, শনিবার ছোড়া এই মিসাইল উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক জোনে আছড়ে পড়ার আগে জাপানের আকাশসীমা দিয়ে উড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানত সক্ষম এই মিসাইল।
মিসাইল বিশেষজ্ঞরা কী বলছেন
সিওল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, “তরল জ্বালানির এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এমন সিস্টেমে তৈরি যা খুব তাড়াতাড়ি উৎক্ষেপন করা যায়। শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়ার অর্ধেক দিনের মধ্যে তা উৎক্ষেপন করা সম্ভব। আগে থেকে প্রস্তুতিরও দরকার হয় না।
কী বলছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম
উত্তর কোরিয়ার (North Korea) সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, “ চলতি বছরে প্রথম বার মিসাইল পরীক্ষা করল পিয়ংইয়ং। আইসিবিএম ইউনিটের এই মিসাইল যুদ্ধ পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে সক্ষম।” উত্তর কোরিয়ার মিসাইল হামলা দিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে আমেরিকা ও তার সঙ্গীদের। বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছে ওয়াশিংটন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মিলিটারি ড্রিলও করবে আমেরিকা। সেই যৌথ মহড়া শুরু হওয়ার আগেই মিসাইল ছুড়ে এক প্রকার হুঁশিয়ারি দিলেন কিম জং উন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours