মাধ্যম নিউজ ডেস্ক: চলে এল ২০২৩ সালের শারদীয়া নবরাত্রি (Navaratri 2023)। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, শিখ ও জৈন সমাজের মধ্যেও নবরাত্রি পালনের রীতি দেখা যায়। সারা বিশ্বজুড়ে ভক্তরা ন'দিন শুদ্ধ আচারে মতে ওঠেন মায়ের আরাধনায়। নবরাত্রির দিনগুলিতে আরাধনা করা হয় দেবীর নয় রূপের। দেবীর নয় রূপকে প্রসন্ন করতে এবং আশীর্বাদ পেতে ভক্তরা ভোগও অর্পণ করেন আলাদা আলাদা। এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন দিনে কোন কোন ভোগ নিবেদন করা হয়।
মাতা শৈলপুত্রীর ভোগ
প্রথম দিনে মাতা শৈলপুত্রীকে (Navaratri 2023) গরুর দুধের তৈরি ঘি অর্পণ করেন ভক্তরা। বিশ্বাস রয়েছে, এতে মাতা শৈলপুত্রী সন্তুষ্ট হন। এছাড়া লবঙ্গ ও এলাচ সহযোগে পানও দেওয়া হয়।
মাতা ব্রহ্মচারিণীর ভোগ
নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীকে (Navaratri 2023) চিনি নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, এই ভোগ অর্পণ করলে মাতা দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেন। এছাড়া মা ব্রহ্মচারিণীকে দুধ নিবেদনের রীতিও দেখা যায়।
মাতা চন্দ্রঘণ্টার ভোগ
নবরাত্রির (Navaratri 2023) তৃতীয় দিনে আরাধনা করা হয় মাতা চন্দ্রঘণ্টার। তৃতীয় দিনে দুধের তৈরি খাদ্য অর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। ভক্তরা মাখন, ক্ষীর আর ফল দিয়ে এদিন মাতা চন্দ্রঘণ্টাকে ভোগ দেন।
মাতা কুষ্মাণ্ডার ভোগ
নবরাত্রির চতুর্থ দিনে পূজিতা হন দেবী কুষ্মাণ্ডা। সারাদিন উপবাসের পরে ভক্তরা মাতাকে পুজো অর্পণ করেন। মাতাকে মালপোয়া অর্পণ করার রীতি দেখা যায়।
মাতা স্কন্দমাতার ভোগ
নবরাত্রির (Navaratri 2023) পঞ্চম দিনে উপাসনা করা হয় মাতা স্কন্দমাতার। এদিন ভোগ হিসেবে দেওয়া হয় কলা থেকে তৈরি যে কোনও রকমের খাবার। ভক্তদের বিশ্বাস এতে মাতা সন্তুষ্ট হন।
মাতা কাত্যায়নীর ভোগ
নবরাত্রির (Navaratri 2023) ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর পুজো হয়। এদিন ভক্তরা মাকে আলুর তৈরি সবজি ভোগ দেন। এছাড়াও ভোগ হিসেবে মধু দেওয়ার রীতিও দেখা যায়। ভক্তদের বিশ্বাস মাতা এতে খুশি হন।
মাতা কালরাত্রির ভোগ
নবরাত্রির (Navaratri 2023) সপ্তম দিনে পূজিতা হন দেবী কালরাত্রি। এদিন ভোগ হিসেবে গুড়ের তৈরি খাবার অর্পণ করার রীতি দেখা যায়। গুড়ের খাবার অর্পণে মাতা খুশি হন বলেই বিশ্বাস রয়েছে ভক্তদের।
মাতা মহাগৌরির ভোগ
নবরাত্রির অষ্টম দিনে পূজিতা হন দেবী মহাগৌরী। অষ্টমীতে নারকেলের তৈরি মিষ্টি দেবীকে অর্পণ করা হয়।
মাতা সিদ্ধিদাত্রীর ভোগ
নবরাত্রির নবম দিনে পূজিতা হন দেবী সিদ্ধিদাত্রী। এদিন দেবীকে হালুয়া পুরী ও ছোলার খাবার দেওয়ার রীতি দেখা যায়। এছাড়া তিল দেওয়ারও রীতি রয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours