National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

National Ganga Council: মা হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন করে এই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।
National_ganga_Council
National_ganga_Council

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বন্দে ভারত রেলের উদ্বোধন তো ছিলই, তার সঙ্গে একগুচ্ছ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা হীরাবেনের প্রয়াণে সফর বাতিল হলেও বহাল থাকল প্রধানমন্ত্রীর কর্মসূচি। এদিন কোনও কথা বললেন না, ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি। এর পরেই জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকেও (National Ganga Council) যোগ দিলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি।

ভার্চুয়ালি অংশ নিলেন একাধিক কর্মসূচিতে

মায়ের শেষকৃত্য সেরেই ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো রুটের মত প্রকল্পের সূচনা করেন তিনি। এর পর বৈঠকে নেতৃত্ব দেন। গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ এবং পুনর্জীবন প্রকল্পগুলি তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব রয়েছে জাতীয় গঙ্গা পরিষদের উপর। এই পরিষদের আওতায় 'নমামি গঙ্গে' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, গঙ্গার দূষণ কার্যকরভাবে হ্রাস করা, গঙ্গা সংরক্ষণ এবং পুনর্জীবনের জন্য বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের মধ্যে সমন্বয় করা। ২০১৪ সালের জুনে এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার (National Ganga Council)।

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) -এর কার্যনির্বাহী কমিটির ৪৬তম সভায় কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের অধীনেই ব্রীজি রোড, বাঁশদ্রোণী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞানসম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন, ১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন, ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার ও৪ টে ট্রেসল ব্রিজ তৈরি করা হবে। আর এগুলোর ফলে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।  প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি এই সব সংস্কার কাজের জন্য একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (National Ganga Council)।

কে কে উপস্থিত ছিলেন?

জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council) এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে এই বৈঠকে যোগ দেন তার ডেপুটি তেজস্বী যাদব।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles