মাধ্যম নিউজ ডেস্ক: এবার রুপোলি পর্দায় দেখা যাবে কিংবদন্তী শিল্পী মাইকেল জ্যাকসনের (Michael Jackson) বায়োপিক। জানা গিয়েছে, হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবন অবলম্বনে তৈরি করবেন এই চলচিত্র, নাম হবে‘মাইকেল’ (Michael Jackson) ।
কী বলছে প্রযোজক সংস্থা
প্রযোজক সংস্থা সূত্রে খবর, ছবিতে মাইকেল জ্যাকসনের (Michael Jackson) চরিত্রে অভিনয় করবেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। জানা গিয়েছে, মাইকেল জ্যাকসনের (Michael Jackson) জীবনের অনেক অজানা কাহিনী তুলে ধরা হবে এই বায়োপিকে। প্রয়াত পপ সম্রাটের বিখ্যাত কিছু পারফরমেন্সও দেখানো হবে এই সিনেমাতে। আরও জানা যাচ্ছে সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন জন লোগান।
পরিচালক আন্তোয়েন ফুকওয়া সোশ্যাল মিডিয়াতে জাফরের মুনওয়াকের একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে তাঁর ভাইপো জাফর জ্যাকসকে। জানা যাচ্ছে, মাইকেল (Michael Jackson) সিনেমার প্রযোজক গ্রাহাম কিং ২ বছর আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন। গোটা দুনিয়া জুড়ে মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলেন তিনি। এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, 'জাফারকে আমি প্রথম দেখি বছর দুই আগে। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কী ভাবে হতে পারে! অদ্ভুতভাবে মাইকেলের (Michael Jackson) ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।’ জানা গিয়েছে, সব কিছু চূড়ান্ত হয়ে গেলে চলতি বছর থেকেই শুরু হবে এই বায়োপিকের কাজ।
কী বললেন পপ তারকার মা
বায়োপিক প্রসঙ্গে মাইকেল জ্যাকসনের (Michael Jackson) মা ক্যাথরিন জ্যাকসন আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে একটি সাক্ষাৎকারে বলেন, ‘জাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, একই রকম দেখতে দুইজন। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, বায়োপিক দেখতে অধীর অপেক্ষা করছি।’ প্রসঙ্গত, প্রখ্যাত সঙ্গীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান হলেন জাফর জ্যাকসন। ২০১৯ সালে তিনি পপ জগতে পা রেখেছেন ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে।
+ There are no comments
Add yours