Meta India Head: জুকারবার্গের ‘মেটা’ ছাড়লেন ভারতীয় প্রধান অজিত মোহন, যোগ দিতে চলেছেন প্রতিদ্বন্দ্বী সংস্থায়!

কেন পদত্যাগ করলেন তিনি?
meta
meta

মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন ভারতে ফেসবুক তথা মেটার প্রধান অজিত মোহন (Meta India Head)। সম্প্রতি ট্যুইটারের মালিকানা নিজের অধীনে নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)। আর এর মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। গতকাল মেটা-র গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোল মেন্ডেলসন একটি বিবৃতিতে জানিয়েছেন, অজিত মোহন মেটা কোম্পানিতে নিজের পদ থেকে সরে আসতে চেয়েছেন। তবে শোনা গিয়েছে, শুধুমাত্র জুকারবার্গের মেটা থেকে পদত্যাগই করেননি, তিনি পরবর্তীতে মেটার কোনও প্রতিদ্বন্দ্বী সংস্থাতেই যোগ দিতে চলেছেন।

সূত্রের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কোম্পানি স্ন্যাপ- এ যোগ দিতে চলেছেন অজিত মোহন (Meta India Head)। সূত্রের খবর, স্ন্যাপ- এর APAC business- এর প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দিয়েছিলেন। এর পাশাপাশি মেটা-র ইন্ডিয়া বিজনেসের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদেও যুক্ত হয়েছিলেন তিনি। অর্থাৎ তাঁর ফেসবুকে যুক্ত হওয়ার ৪ বছর সম্পন্ন হওয়ার ২ মাস আগেই পদত্যাগ করলেন তিনি। তিনি থাকাকালীন ফেসবুকে একাধিক পরিবর্তন হয়েছে। এমনকি ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশনও বদলে গিয়েছে। নতুন পেরেন্ট কোম্পানিই হল মেটা। নিজের কর্মকালে মেটা পরিবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুধু ফেসবুক নয়, অজিত মোহন নজর দিয়েছিলেন মেটা-র অন্যান্য সংস্থা যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও। ভারতে ২০০ মিলিয়নের বেশি ইউজার এই দুই মাধ্যমে যুক্তও হয়েছে তাঁরই আমলে।

আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

তবে শুধুমাত্র মেটা নয়, এই সংস্থায় যোগ দেওয়ার আগে তিনি হটস্টারেও ছিলেন। তিনি ৪ বছর হটস্টারের সিইও হিসাবে দায়িত্ব সামলেছেন। স্টার ইন্ডিয়াকে হটস্টার চালু করার জন্য তিনি রাজি করিয়েছিলেন। অর্থাৎ হটস্টারের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর (Meta India Head) এই পদত্যাগের কথা জানিয়ে নিকোল মেন্ডেলসন অজিত মোহনের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমরা অজিতের নেতৃত্ব এবং অবদানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাঁর মঙ্গল কামনা করি।’ আবার অন্যদিকে অজিতকে নিয়ে স্ন্যাপের সিইও ইভান স্পিগেল বলেন, ‘আমি এটা জানাতে পেরে খুশি যে অজিত মোহন আমাদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নতুন প্রেসিডেন্ট হিসেবে স্ন্যাপ-এ যোগ দেবেন। তিনি ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে যোগ দেবেন। অজিত মেটা থেকে আমাদের সংস্থায় আসছেন।’

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles