Gandhi Statue Vandalized: ফের ভাঙা হল গান্ধীজির মূর্তি, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

গত বছরেও অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ভাঙা হয়েছিল মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি।
mahatma-gandhi-statue_1200x768
mahatma-gandhi-statue_1200x768

মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিদেশের মাটিতে গান্ধী মূর্তি ভাঙার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। এবার কানাডার (Canada) ওন্টারিও (Ontario’)-এর রিচমন্ড হিলে (Richmond Hill ) মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) একটি মূর্তি ভাঙল দুষ্কৃতীরা। কানাডায় গান্ধী মূর্তির অবমাননার এই ঘটনায় বুধবার অসন্তোষ প্রকাশ করেছে ভারত (India)। গতকালের এই ঘৃণ্য ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

ভারতের হাই কমিশন (Indian High Commission) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ট্যুইট করে লেখেন, ‘এই ঘৃ্ণ্য কাজ করে ভারতীয় সম্প্রদায়ের ওপর আঘাত আনার জন্যে আমরা ক্ষুব্ধ। এই অপরাধটি ভারতীয় সম্প্রদায়ের উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। আমরা কানাডা সরকারকে এই ঘটনার তদন্তের জন্য এবং অপরাধীদের যথাযোগ্য বিচারের জন্য দাবি জানিয়েছি।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার ছক! ভারতকে ইসলামিক রাষ্ট্র করার ডাক জঙ্গিদের

ইয়র্ক স্থানীয় পুলিশের (York Regional Police) মুখপাত্র কনস্টেবল অ্যামি বউড্রিউ (Const. Amy Boudreau) জানিয়েছেন, এটি একটি ঘৃণ্য ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘যারা জাতি, ভাষা, বর্ণ, ধর্ম, বয়স, পরিচয়ের ভিত্তিতে অন্যদের আঘাত করেছে, তাদের যথাযোগ্য সাজা দেওয়া হবে।’ তিনি আরও বলেছেন, ‘ইয়র্ক স্থানীয় পুলিশ কোনও ধরনের ঘৃণ্য অপরাধকে বরদাস্ত করে না।‘

প্রসঙ্গত, প্রায় ৩০ বছর আগে ওই গান্ধি মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এদিন কানাডার ভারতীয় দূতাবাসও ট্যুইট করে লেখে, ‘রিচমন্ড হিলের কাছে বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধীর মূর্তির অবমাননায় আমরা ক্ষুব্ধ। এই অপরাধমূলক, ঘৃণ্য ভাঙচুরের ঘটনা কানাডায় বসবাসকারী ভারতীয়দের আবেগে গভীরভাবে আঘাত করেছে। এই কাজের তদন্তের জন্য আমরা কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’

আরও পড়ুন: শৃঙ্গার গৌরীর স্থলে পুজোর অধিকার চেয়ে আবেদন ৫ হিন্দু মহিলার, চলবে শুনানি

[tw]

[/tw]

প্রসঙ্গত, গান্ধী মূর্তি ভাঙচুরের এটি নতুন ঘটনা নয়। গত বছরের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ভাঙা হয়েছিল মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles