মাধ্যম নিউজ ডেস্ক: এলাকার বাসিন্দারা তাঁকে “পাতি মা” বলেই ডাকেন। ধুমধাম করেই পুজো (Durga Puja 2023) হয়। কাঁকসা থানার গোপালপুরের পশ্চিম পাড়ায় মণ্ডল, দে আর দত্ত পরিবারের “পাতি মা”। পাতি মা সপরিবারে আসেন না। শুধু তাই নয়, তিনি শরীর নিয়েও আসেন না। তাঁর মস্তক পুজো হয় চারদিন ধরে। ২০০ বছরের বেশি সময় ধরেই চলে আসছে এই পাতি মা-এর পুজো।
শুধু মস্তক পুজো নিয়ে ভিন্ন মত
কিন্তু কেন এই মস্তক পুজো আর কে প্রতিষ্ঠা করেছিলেন, তার কোনও তথ্য নেই। বর্তমান প্রজন্মের দুটি মত রয়েছে। একটি মতে, দেবী দুর্গা স্বপ্নাদেশ দিয়েছিলেন, প্রতিমা গড়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মন্দিরের দরজা খোলা যাবে না। কিন্তু ধৈর্য্য না রাখতে পেরে মন্দিরের দরজা খোলা হয় আর দেখা যায়, দেবীর মস্তক রয়েছে আর কিছুই নেই। তবে অন্য অংশের মতে, মাটির তৈরি মন্দির ছিল। মন্দিরে দেবীর প্রতিমা তৈরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। পুজো (Durga Puja 2023) দিন কয়েক বাকি। সেই সময় প্রবল বর্ষণে মন্দির ভেঙে যায় এবং দেবীর মস্তকটি শুধু রক্ষা পায়। কীভাবে পুজো হবে, এই চিন্তার পাশাপাশি পুজো না করলে অমঙ্গল হবে, এই আশঙ্কায় গোটা পরিবার চিন্তায় পড়ে যায়। তখনই পরিবারের কর্তাকে দেবী স্বপ্নাদেশ দেন মস্তক পুজো করতে এবং তিনি এভাবেই পুজো নেবেন। সেই থেকেই ২০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে মণ্ডল, দত্ত এবং দে পরিবারের পাতি মা'র পুজো।
কী বললেন উদ্যোক্তারা?
এই পুজোরই এক উদ্যোক্তা উৎপল দত্ত বলেন, রানীসায়ের থেকে নবপত্রিকা নিয়ে আসা হয় এবং চারদিন ধরেই পুজো (Durga Puja 2023) চলে ধুমধাম করে। তবে পাতি মায়ের নিরঞ্জন রাতে হয় না, দশমীর দিন নবপত্রিকা নিরঞ্জনের সময় দেবীর মস্তক নিরঞ্জন হয়। তবে একই ভাবে মস্তক পুজো হয় দেবশালা পঞ্চায়েতের দেবশালার বক্সি পরিবারের এবং একই পঞ্চায়েতের পুরশায় শুধুমাত্র মস্তক পুজো হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours