মাধ্যম নিউজ ডেস্ক: ‘ইন্ডি’ জোটের পিন্ডি চটকাচ্ছে! রবিবার দুপুরের পর এমনই জল্পনা ভাসছে বাংলার রাজনীতির আকাশে। এদিন একতরফাভাবে রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল।
কংগ্রেসের প্রতিক্রিয়া
‘ইন্ডি’ জোটে (Lok Sabha Election 2024) থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও জোট করবে না তাঁর দল। সব ক’টি আসনেই এককভাবে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রবিবার রাজ্যের ৪২ জন প্রার্থীকে নিয়ে ব্রিগেডের মঞ্চে হেঁটেওছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এহেন আচরণে বেজায় চটেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লিখেছেন, “জাতীয় কংগ্রেস বারবার করে সম্মানজনকভাবে আসন সমঝোতার প্রস্তাব দিয়েছিল তৃণমূলকে। আমরা চেয়েছিলাম আলাপ আলোচনার মাধ্যমে রফা হোক। একতরফা ঘোষণা করা হয়েছে, যা উচিত ছিল না। আমরা চেয়েছিলাম গোটা দেশের মতো বাংলায়ও জোটবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়ুক ‘ইন্ডিয়া’।”
ইন্ডির দফারফা!
বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডি’। এই জোটের অন্যতম উদ্যোক্তা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মাসখানেক (Lok Sabha Election 2024) আগে ‘ইন্ডি’ জোট ছেড়ে তিনি ফিরে গিয়েছেন এনডিএ শিবিরে। এই ‘ইন্ডি’ জোটেই রয়েছে তৃণমূলও। রয়েছে সিপিএমও। সিপিএমের সঙ্গে জোটে যাবে না বলে আগেই জানিয়েছিল তৃণমূল। তার ওপর এ রাজ্যে কংগ্রেসকে মাত্র চারটি আসন ছাড়তে রাজি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বাংলার কংগ্রেস নেতৃত্ব।
The Indian National Congress has repeatedly declared its desire to have a respectable seat-sharing agreement with the TMC in West Bengal. The Indian National Congress has always maintained that such an agreement has to be finalised through negotiations and not by unilateral…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) March 10, 2024
আরও পড়ুুন: "বারাকপুরে টিকিট দেওয়া হবে বলে এনেছিল", পার্থকে তৃণমূল প্রার্থী করতেই তোপ অর্জুনের
তার পর এদিন বাংলার প্রতিটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে মমতা বুঝিয়ে দিলেন, বাংলায় তিনি ‘একলা চলো নীতি’তেই বিশ্বাসী। রাজনৈতিক মহলের মতে, বাংলার মতো পরিস্থিতি যদি ‘ইন্ডি’ জোটের বাকি শরিকগুলির রাজ্যেও হয়, তাহলে নির্বাচনের ঢের আগেই ভেঙে খান খান হয়ে যাবে জোট। যার জেরে আক্ষরিক অর্থেই ফাঁকা মাঠে গোল দিয়ে (Lok Sabha Election 2024) বেরিয়ে যাবে বিজেপি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours