মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) টাকা। অবাক মনে হলেও ঘটনাটি সত্যি। আর এই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী কোচবিহারের মাথাভাঙা মহকুমার পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। মহিলাদের জন্য বরাদ্দ টাকা পুরুষের অ্যাকাউন্টে কীভাবে ঢোকে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
ঠিক কী অভিযোগ? (Lakshmi Bhandar)
কোচবিহারের মাথাভাঙা মহকুমার পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মনোরঞ্জন দে নামে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) টাকা। হিসেব মতো তাঁর স্ত্রীর এই প্রকল্পের টাকা পাওয়ার কথা। সরকারি নিয়ম অনুযায়ী, যে মহিলা এই প্রকল্পের টাকা পাবেন, তাঁর নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু, সেই নিয়মের তোয়াক্কা না করেই এই প্রকল্পের টাকা ঢুকছে। এই বিষয়ে উপভোক্তা মনোরঞ্জন দে নামে ওই ব্যক্তি বলেন, অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকেছে সেটা সত্যি। তবে, কীসের টাকা আমি তা জানি না। অ্যাকাউন্টে টাকা ঢোকার পরই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েছি। যদিও এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শুরু হয়েছে রাজনৈতিক তরজা
তৃণমূল পরিচালিত পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানেন না বলে জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। পচাগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, কোনও কাগজপত্রজনিত কারণে সমস্যা হলেও হতে পারে। বিষয়টি অবশ্যই গ্রাম পঞ্চায়েত ও দলীয় পর্যায়ে তদন্ত করে দেখা হবে। তবে অবিলম্বে এই লেনদেন বন্ধ হওয়া উচিত। যার টাকা তার কাছেই যাওয়া ভালো। অন্যদিকে, বিরোধী শিবির বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। কোচবিহার জেলা বিজেপির শহর মণ্ডল সভাপতি বিরাজ বসু বলেন, তৃণমূলের মাধ্যমে এই ধরনের দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক। যাদের অ্যাকাউন্টে (Lakshmi Bhandar) এই টাকা ঢুকেছে, তারাও দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours