Justice Abhijit Ganguly: প্রথম কোনও বিচারপতির নামে হোর্ডিং কলকাতায়! কী লেখা রয়েছে তাতে?

ওই হোর্ডিংয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে লেখা হয়েছে.......
1128514-abhijit
1128514-abhijit

মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার বেহালায় নজিরবিহীন ঘটনা ঘটল। ১৪ নম্বর বাসস্ট্যান্ডে বেহালা নাগরিকবৃন্দের তরফ থেকে হোর্ডিং পড়ল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে। তাতে লেখা, ‘বাংলার গর্ব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।’ ওই হোর্ডিং-এ স্বামী বিবেকানন্দের বাণীও নজরে পড়ছে, লেখা রয়েছে, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়না। পশ্চিমবঙ্গে প্রথম কোনও বিচারপতির নামে পড়ল এমন হোর্ডিং। নিয়োগ দুর্নীতি তদন্তে তাঁর একের পর এক পর্যবেক্ষণ ও রায় তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।

সাম্প্রতিক ঘটনাবলী  

বড় দিনের পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) বোলপুরে গিয়েছিলেন। তিনি আসছেন শুনে স্টেশন চত্বরে তখন থিকথিকে ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকেই এক যুবক ঝাঁপিয়ে তাঁর পায়ে পড়ে বলেছিলেন, ‘স্যার, আপনি মানুষ নন, ভগবান।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বইমেলায় গিয়েছিলেন। দেখা গিয়েছিল, তিনি হাঁটছেন আর কয়েকশ মানুষের ঝাঁক হাঁটছে তাঁর পিছনে। উঠছে জয়ধ্বনি।


হোর্ডিং-এ কী লেখা রয়েছে

ওই হোর্ডিংয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) উদ্দেশে লেখা হয়েছে, ‘স্যার আপনাকে স্যালুট জানাই! আপনি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে মনিটরিং করে সত্যের জন্য লড়াই করছেন আইনের মাধ্যমে, তাতে আমরা আপনাকে নিয়ে গর্বিত।’
নাগরিকবৃন্দের তরফে একজন সংবাদমাধ্যমে বলেন, ‘নেতাজি যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) লড়াইকেও আমরা সেভাবেই দেখছি। আজকে হয়তো ব্রিটিশ নেই। কিন্তু এই শাসকের মুখোশ খোলাটাও কম বড় লড়াই নয়।’

জনমানসে তাঁর এমন ইমেজ নিয়ে কী বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)

জনমানসে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই মনোভাব গত কয়েক মাস ধরেই রয়েছে। অনেকে বলেন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনগণের বিচারপতি।’ কয়েক মাস আগে খিদিরপুরের একটি গ্রন্থাগারের অনুষ্ঠানে এ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘এসব আমি ভাবি না। আমার কাজ মানুষ যাতে দ্রুততার সঙ্গে বিচার পান, সেটা দেখা। নইলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যাবে। তখন তাঁরা যাবেন স্থানীয় পার্টি অফিস বা লোকাল কমিটির অফিসে।’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles