JP Nadda: মায়াপুরে ইস্কনের মন্দিরে পুজো দিয়ে নদিয়ায় সভা! বাংলায় প্রচারে জেপি নাড্ডা

সর্বভারতীয় সভাপতিকে বাঙালি রীতি মেনে সংবর্ধনা দেওয়া হয় নিউ টাউনের একটি হোটেলে
nadda
nadda

মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় সভাপতি পদে তাঁর উপরই আস্থা দেখিয়েছে বিজেপি। সমর্থন পেয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহদের। সামনে বেশ কঠিন পরীক্ষা। রয়েছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তারপর লোকসভা ভোট। সময় নষ্ট না করে তাই নতুন উদ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন জেপি নাড্ডা। তাঁর পাখির চোখ বাংলা। বুধবার রাতেই তিনি কলকাতায় পৌঁছন। বৃহস্পতিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সর্বভারতীয় সভাপতিকে বাঙালি রীতি মেনে সংবর্ধনা দেওয়া হয় নিউ টাউনের একটি হোটেলে। সেখান থেকে তিনি হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে। ইসকন মন্দিরে পুজো দেওয়ার কথা বিজেপি সর্বভারতীয় সভাপতির। তারপর শুরু হবে বাংলার মাটিতে নাড্ডার রাজনৈতিক কর্মসূচি। সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরে আসবেন। তারপর ফিরে যাবেন দিল্লিতে।

জনসংযোগ যাত্রা

মায়াপুর ইস্কনের (ISCON) মন্দির দর্শনের পর সেখানে প্রসাদ খাওয়ার কথা রয়েছে নাড্ডার। এরপর এখান থেকে বেথুয়াডহরিতে যাবেন জেপি নাড্ডা। সেখানে তিনি জনসংযোগ যাত্রা করবেন। স্থানীয় একটি মাঠে সভা করারও কথা রয়েছে তাঁর। যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার কর্মকর্তারা ওই সভায় যোগ দেবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, "কৃষ্ণনগর লোকসভা সফর করবেন। বেথুয়াডহরি রেল স্টেশন সংলগ্ন মাঠে জনসভা হবে। শুধুমাত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের  কার্যকর্তারা এই সভায় উপস্থিত থাকবেন।"

আরও পড়ুন: বিদেশে তথ্য পাচার! বাজেটের ঠিক আগে গ্রেফতার অর্থমন্ত্রকের অস্থায়ী কর্মী

ওয়াকিবহল মহলের ধারণা, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে বিজেপি পায়ের তলা জমি শক্ত করতে চায়। কারণ, গত লোকসভা নির্বাচনে এখান থেকে ১৮টি সিট জিতেছিল বিজেপি। সেই সংখ্যা আরও বাড়িয়ে তোলার উপরই জোর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারই প্রস্তুতি হিসেবে পঞ্চায়েত ভোটকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন জেপি নাড্ডা। কয়েকদিন আগে বিজেপির সর্বভারতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখেও শোনা গিয়েছিল বাংলার নাম। যা থেকেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles