মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবার প্রকাশিত হতে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার (JEE Advanced 2022) ফলাফল। ফল ঘোষণা করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে (IIT Bombay)। এবছরের পরীক্ষার দায়িত্বে ছিল তারাই। আজ, ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় ফল ঘোষণা হবে। ফলাফলের সঙ্গে মেধা তালিকাও ঘোষণা করা হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-jeeadv.ac.in-এ জেইই অ্যাডভান্সড-র মেধা তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারেন। ফলাফল জানতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত
২৮ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নিয়েছিল আইআইটি বম্বে। দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার প্রার্থী ইঞ্জিনিয়ারিংয়ের এই এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আইআইটি, এনআইটি, আইআইআইটি- র মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JSAA) দ্বারা একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন করানো হবে।
কীভাবে ফলাফল জানা যাবে:
১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।
২. হোমপেজে, রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখুন।
৪. আপনার স্কোর কার্ড স্ক্রিনে দেখতে পাবেন।
৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।
আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন
তিন ঘণ্টার দুটি পর্বে হয়েছে জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা। প্রথম পত্র সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নেওয়া হয়েছে। এরপরেই ১১ সেপ্টেম্বর শুরু হবে এএটির (AAT) রেজিস্ট্রেশন। jeeadv.ac.in - এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। ১২ সেপ্টেম্বর অবধি চলবে এই রেজিস্ট্রেশন। ১৪ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সড- এর পরীক্ষা নেবে আইআইটি বম্বে।
টাই ব্রেকিং রুল কী?
একের বেশি পরীক্ষার্থী যদি একই নম্বর পান, তাহলে সেই ক্ষেত্রে 'টাই ব্রেকিং রুল' প্রয়োগ করা হবে।
কী করে করা হবে এই পার্থক্য?
- যেই পরীক্ষার্থীর বেশি পজিটিভি নম্বর পাবেন, তিনিই আগে বিবেচ্য হবেন।
- তারপরেও যদি নম্বর এক হয়, তাহলে যে অঙ্কে বেশি নম্বর পাবেন, তাঁকে বেশি নম্বর দেওয়া হবে।
- তারপরেও এই সমস্যার সমাধান হলে, দুই পরীক্ষার্থীকেই একই র্যাঙ্ক দেওয়া হবে।
+ There are no comments
Add yours