IPL Registration: আইপিএলের মিনি নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত

আর আইপিএলে খেলবেন না ক্যারিবিয়ান তারকা ড্যারেন ব্র্যাভো
IPL-2022
IPL-2022

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএলের (IPL Registration) মিনি নিলাম। বিগত পর্বগুলোর মতই এবারও দল গুছিয়ে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মোট ৯৯১ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইপিএল (IPL Registration) গভর্নিং কাউন্সিল। তার মধ্যে ৭১৪ জন ভারতীয় এবং ২৭৭ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নিলামের জন্য নির্বাচিত ক্রিকেটারদের তালিকায় ক্যাপড খেলোয়াড়ের সংখ্যা ১৮৫। আন ক্যাপড ক্রিকেটার হলেন ৭৮৬। এর মধ্যে আবার আইসিসির সদস্য দেশের ২০ জন ক্রিকেটার রয়েছেন।

নিলামে কোন দেশের কতজন ক্রিকেটার

আইপিএলের (IPL Registration) নিময় অনুযায়ী একটা ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ২৫ জন ক্রিকেটার দলে নিতে পারবে। অধিকাংশ দলই কোর টিম ধরে রেখেছে। তাই গত আইপিএলের পারফরম্যান্সের নিরিখে দলের খামতি মেটাতে নিলামে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাই ৯৯৪ জন ক্রিকেটার নিলামে নাম লেখালেও মাত্র ৮৭ জন দল পাবেন বা দর উঠবে। তাই দল না পাওয়ার সংখ্যাই বেশি থাকবে। কলকাতা নাইট রাইডার্স এবার অনেক বিদেশি হারিয়েছে। বিশেষ করে টপ অর্ডার বাটিং ও বোলিং শক্তিশালী করার চেষ্টা করবে কেকেআর।

আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

আইপিএলের নিলামের জন্য এবার যে দেশ থেকে (ভারত ছাড়া) সর্বাধিক সংখ্যক খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে, সেটা হল অস্ট্রেলিয়া। ৫৭ জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার আইপিএলে (IPL Registration) নাম লিখিয়েছেন। এছাড়াও  আফগানিস্তানের ১৪ জন, বাংলাদেশের  ছয়জন,  ইংল্যান্ডের ৩১ জন,  আয়ারল্যান্ডের আটজন, নামিবিয়ার পাঁচজন,  নেদারল্যান্ডসের সাতজন,  নিউজিল্যান্ডের ২৭ জন, স্কটল্যান্ডের দু'জন, দক্ষিণ আফ্রিকার ৫২ জন, শ্রীলঙ্কার ২৩ জন, সংযুক্ত আরব-আমিরশাহির ছয়জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, জিম্বাবোয়ের ছয়জন খেলোয়াড় আছেন। 

ব্র্যাভোর বিদায়

আইপিএলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভোর নাম। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে তিনি কার্যত শাসন করেছেন আইপিএলের মঞ্চকে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হয় ব্যাট না হয় বলে দুরন্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন। পাশাপাশি দুরন্ত ফিল্ডারও ছিলেন তিনি। সেই তাঁকেই আসন্ন আইপিএলে আর খেলতে দেখা যাবে না। আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংস তাঁকে ছেড়ে দিয়েছে। নিলামের (IPL Registration) জন্য নিজের নামও নথিভুক্ত করেননি তিনি। চোট আঘাতে জর্জরিত ব্র্যাভো এবার আইপিএলকে বিদায় জানালেন। আইপিএলের ইতিহাসে তিনি সর্বাধিক উইকেট সংগ্রাহক। তাঁর ঝুলিতে রয়েছে ১৮৩ টি উইকেট। উল্লেখ্য ২০১১ সালে সিএসকেতে যুক্ত হয়েছিলেন ব্র্যাভো। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles