IndOS: অ্যান্ড্রয়েড কে এবার টক্কর দেবে ভারতের ইন্দোস, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

ইতিমধ্যে ভারতে কম্পিটিশন কমিশনের কাছে ১৩১৬ হাজার কোটি টাকার জরিমানা দিতে হয়েছে Google কে
jhj(1)
jhj(1)

মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েক বছরে ভারতে ব্যাপক বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। ১৩০ কোটির এই দেশে স্মার্টফোনের বাজারের প্রায় সমস্ত অংশ দখল করে রয়েছে Android ও iOS এই দুই বিদেশী সংস্থা।  Android কিনলে কিছু অ্যাপ আমাদের ইনস্টল করতে হয়। কিন্তু ফোন কেনা মাত্রই লক্ষ্য করা যায় যে ফোনেই ইনস্টল রয়েছে Google Chrome, YouTube, Gmail - এর মতো অ্যাপগুলি। অন্য অ্যাপ আপনি আন-ইনস্টল করতে পারবেন সহজেই কিন্তু  এই সব অ্যাপ Android ফোন থেকে আন-ইনস্টল করা যায় না।  Android ও Google- এর এই একাধিপত্য বন্ধ করতে এবার উদ্যোগী মোদি সরকার।

কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রের

শোনা যাচ্ছে Android ও iOS-কে জোর টক্কর দিতে দেশে আসছে IndOS নামের একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম। এমনই পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। এবিষয়ে কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিক বলেন, বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার হল আমাদের দেশ। কেন্দ্র সরকারের পরিকল্পনা রয়েছে  সম্পূর্ণ নিরাপদ দেশীয় প্রযুক্তির ভারতীয় অপারেটিং সিস্টেম (IndOS) তৈরি করা। যা Android ও iOS - এর মতো অপারেটিং সিস্টেমগুলির প্রতিযোগী হতে পারবে।

ইতিমধ্যে ভারতে কম্পিটিশন কমিশনের কাছে ১৩১৬ হাজার কোটি টাকার জরিমানা দিতে হয়েছে Google কে, কারন Google  এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে Play Store - কে ব্যবহার করে ভারতীয় বাজারে বেআইনিভাবে আধিপত্য কায়েম করার। পরিসংখ্যান বলছে ভারতের স্মার্টফোন বাজারের ৯৭ শতাংশই দখল করে রয়েছে Android. 
Google বিবৃতি দিয়ে বলেছে ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের দীর্ঘদিনের ব্যবসার রুটিন এবার বদল হবে।
প্রসঙ্গত Google, Apple - এর মতো অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য থাকে। এবার তাই ভারতীয় মোবাইল অপারেটিং সিস্টেম লঞ্চে করার কথা ভাবছে কেন্দ্র। যদিও কবে এই দেশি অপারেটিং সিস্টেম (IndOS) লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

 


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles