Asia Championships: এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে জয়ী ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা

এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল...
badminton_f
badminton_f

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে (Asia Championships) জয়ী ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা। সেলাঙ্গরে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু ও তাঁর সহ খেলোয়াড়রা। থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারালেন ভারতের মহিলা বাহিনী। এই জয়ের সঙ্গে সঙ্গেই রচনা হল ইতিহাস। প্রথমবার এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব ও গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।

পদক জয়ী সিন্ধুর জয়

ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের জয় অবশ্য সহজ ছিল না। দু বার অলিম্পিক পদক জয়ী সিন্ধু মাত্র ৩৯ মিনিটেই ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে দেন থাইল্যান্ডের সুপানিন্দা কাথেংয়কে। দ্বিতীয় ম্যাচেও জিতে যায় ভারত। গায়ত্রী-তৃষা জুটি ২১-১৬, ১৮-২১ এবং ২১-১৬ ব্যবধানে পরাস্ত করেন জংকলফাম কিতিথারকুল-রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে। তৃতীয় ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও, শেষে জয় ছিনিয়ে নেন গায়ত্রী-জলি। শেষমেশ অবশ্য শেষ হাসি হাসেন ভারতের মহিলারা (Asia Championships)।

দলগত বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন ভারত

এর পর অবশ্য পরাজিত হয় ভারতই। থাইল্যান্ডের বুসানান ও বামরুংফামের কাছে হেরে যান ভারতের অস্মিতা চাহিলা। দ্বিতীয় ডাবলস ম্যাচেও ভারতকে হারায় থাইল্যান্ড। শেষ ম্যাচে ভারতের হয়ে নামেন বিশ্বের ৪৭২ নম্বর আনমোল। তিনি নম্বর পর্নপিচা চোইকিওংকে হারিয়ে দেন। তার জেরেই রচনা হয় ইতিহাস। এশীয় ব্যাডমিন্টনে মহিলাদের দলগত বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত।

আরও পড়ুুন: মাঠে ফিরেই গুচ্ছ রেকর্ড যশস্বী জয়সওয়ালের, জানুন বিশদে

প্রসঙ্গত, শনিবারই জাপানের বিরুদ্ধে সেমি ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। তবে ম্যাচে প্রথমে সিন্ধুর হারের জেরে চাপে পড়ে যায় ভারত। পিছিয়ে পড়েছিল ০-১ ব্যবধানে। ম্যাচে ১৩-২১, ২০-২২ ব্যবধানে হেরে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু ট্রিসা জলি ও গায়ত্রী গোপীচাঁদ ২১-১৭, ১৬-২১, ২২-২০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। তাঁরা ধরাশায়ী করেন বিশ্বের ছ নম্বরে থাকা জাপানের নামি মাতসুয়ামা ও চিহারু শিদা জুটিকে (Asia Championships)।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles