Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

নাবিক, যান্ত্রিক পদে নেওয়া হবে কর্মী।
Indian_Coast_Guard
Indian_Coast_Guard

মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সরকারি চাকরির অপেক্ষায় যারা বসে রয়েছেন, তাদের জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। নাবিক, যান্ত্রিক পদে নেওয়া হবে কর্মী। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in - এ দেখে নিতে পারেন।

আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। আবেদন শেষের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২। অনলাইনে করতে হবে আবেদন।
 
শূন্যপদ

নাবিক (জেনারাল ডিউটি) - ৫০ 
যান্ত্রিক - ২০
আইন - ১
মোট - ৭১

শিক্ষাগত যোগ্যতা

আরও পড়ুন: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত

নাবিক (জেনারেল ডিউটি): এই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। কাউন্সিল (COBSE) দ্বারা স্বীকৃত একটি বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পাশ করতে হবে। 

যান্ত্রিক: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ সহ বোর্ড অফ স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত ৩-৪ বছর মেয়াদের ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।

আইন: আইনের পদে যারা আবেদন করতে চান তাঁদের থাকতে হবে ল-এ স্নাতক ডিগ্রি এবং তাতে থাকতে হবে ৬০% নম্বর। 

আরও পড়ুন: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন? 

বয়সসীমা 

এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে|

নির্বাচনের পদ্ধতি

লিখিত পরীক্ষা, তথ্য যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।  

আরও পড়ুন: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম 

বেতনক্রম

৫৬,১০০ টাকা (লেভেল ১০) 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles