মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাপক আর্থিক সংকটে (Pakistan Economic Crisis) ভুগছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানকে কোনও সাহায্য করবে না ভারত সাফ জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে এমনই বলেন এস জয়শঙ্কর। সাম্প্রতিক অতীতে পাকিস্তানের মতোই আর্থিক সংকটে ভুগছিল শ্রীলঙ্কা। সেসময় পাশে দাঁড়িয়েছিল ভারত। একাধিক সাহায্যও পাঠান হয়েছিল। তবে পাকিস্তানের ক্ষেত্রে কোনও সাহায্য কার হবেনা, এমনটাই জানা যাচ্ছে।
কী বললেন বিদেশমন্ত্রী
কোনওভাবেই পাকিস্তান (Pakistan Economic Crisis) কাটাতে পারছেনা তাদের আর্থিক সংকট (Pakistan Economic Crisis)। এ প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন কোনও দেশই কখনও কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে না যতক্ষণ না সেই দেশ একটি সমৃদ্ধশালী শিল্প তৈরি হয়। পকিস্তানের শিল্প বলতে সন্ত্রাসবাদ । সন্ত্রাসবাদ তৈরির কারখানায় পরিণত হয়েছে পাকিস্তান। তাই দেশটির এই হাল বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে পাকিস্তানের নাম না করে বিদেশমন্ত্রী আরও বলেন, একটি দেশকে প্রথমে অর্থনৈতিক সমস্যাগুলি ঠিক করতে হবে, দেশটিকে রাজনৈতিক সমস্যাগুলি ঠিক করতে হবে। সামাজিক সমস্যাগুলিও ঠিক করতে হবে। তারপরই সেই দেশটি উন্নয়নের মুখ দেখবে। তিনি আরও বলেন কোনও দেশ গুরুতর আর্থিক সমস্যার মুখোমুখি হলে তা থেকে বেরিয়ে আসার জন্য প্রথমে একটি নীতি গ্রহণ করতে হবে। কূটনীতি থেকে রাজনীতি সর্বত্রই তার প্রভাব পড়বে। তাঁর আরও সংযোজন, ভারতেও আধুনিক সময় বেশ কয়েকবার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। ৩০ বছর আগে ভারত পেমেন্টের ভারসাম্য সংকটের মধ্যে দিয়ে গেছে। কিন্তু ভারত নিজেই সমস্যা মোকাবিলা করতে পেরেছে।
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে দেশের
এস জয়শঙ্কর এদিন আরও বলেন ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পরই ভারত প্রতিবেশী দেশগুলির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানান হয়েছে। তাতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে। প্রতিবেশী দেশগুলির নানা সমস্যায় ভারত তাদের পাশে দাঁড়িয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours