মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারত স্লোগানকে সামনে রেখেই দেশের ৫জি (India 5g) পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, ‘৫জি পরিষেবা দেশীয় প্রযুক্তিতে করা হয়েছে। একমাত্র কিছু অত্যন্ত জটিল পার্টস আমদানি করা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে।’ Johns Hopkins School of Advanced International Studies-এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথপোকথনের সময় সীতারমন আরও জানান, ভারতে তৈরি ৫জি প্রযুক্তি ভবিষ্যতে অন্য দেশকেও দেওয়া হবে। অর্থাৎ আত্মনির্ভর ভারতের দিকে আরও এক ধাপ এগলে মোদি সরকার।
আরও পড়ুন: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী
কয়েকদিন আগেই দিল্লিতে মোবাইল কংগ্রেসে ৫জি পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেছিলেন, ‘১৩০ কোটি ভারতবাসীকে ৫জি পরিষেবা উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস, এটা সাধারণের কাছে দিগন্ত খুলে দেবে। ৪জির থেকে এর স্পিড কয়েকগুণ বেশি। এখন থেকে ৫জির মাধ্যমে এক সঙ্গে অনেক ডিভাইস একই সময়ে ব্যবহার করা যাবে।’
আরও পড়ুন: বাজেট ফোনে ৫জি সাপোর্ট ও ফিচার পাওয়া মুশিকল, মানছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা বলছেন, ৫জি পরিষেবা শুধু দেশের টেলিকম শিল্পে নয়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ক্ষেত্রেও বিপ্লব এনে দেবে। কবে থেকে দেশের সাধারণ মানুষ ৫জি পরিষেবা পাবেন, তাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, ‘পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যে দেশের আটটি শহরে এই পরিষেবা চালু হয়েছে। তাই যে কেউ এখন থেকে এর সুবিধা নিতে পারবেন।’ দিল্লি, মুম্বই সহ দেশের মোট আটটি শহরে এয়ারটেল ৫জি পরিষেবা দিচ্ছে।
রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি দেশের বিভিন্ন প্রান্তে ৫জি পরিষেবা প্রদানের কথা বলেছেন। উন্নতিশীল দেশগুলির তুলনায় ভারতের টেলিকম ব্যবস্থা অনেক সহজলভ্য। কম খরচে অনেকে ৪জি পরিষেবা পাচ্ছেন। ৫জি পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে যেহেতু দেশীয় প্রযুক্তির উপর বেশি করে জোর দেওয়া হয়েছ, তাই এক্ষেত্রে সাধারণ মোবাইল গ্রাহক কম খরচে ৫জি পরিষেবা উপভোগ করতে পারবেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours