মাধ্যম নিউজ ডেস্ক: তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটিতে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ইডেনে নিজেদের আধিপত্য বজায় রাখল ভারত। ইডেনে দেখা গেল বোলারদের দাপট। দু’দলের বোলাররাই ভাল বল করলেন। তবে ব্যাটারদের যুদ্ধে বাজিমাত করল মেন ইন ব্লু। বলা ভাল, ধৈর্যের পরীক্ষায় পাশ করলেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা। বল হাতে যদি মদম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ভারতের নায়ক হন, তো ব্যাট হাতে মিডল অর্ডারে রাহুল-হার্দিক জুটি ভাল খেললেন। রোহিত-বিরাট হতাশ করলেও রাহুলের অর্ধশতরান মন ভরাল ইডেনের।
হতাশ করলেন রোহিত-বিরাট
ভারত জিতলেও রোহিত-কোহলির ব্যাট হতাশ করেছে শহরের ক্রিকেট প্রেমীদের। সপ্তাহের মধ্যে কর্মব্যস্ততা সত্ত্বেও দুপুরেই ইডেন ভরিয়েছিল কলকাতার ক্রিকেট প্রেমীরা। বিকেলে বিরাটের ব্যাটিং দেখার আশায় ভিড় বেড়েছিল। ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি রোহিত। দু’টি চার এবং একটি ছয় মারেন তিনি। কিন্তু ২১ বলে ১৭ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে চামিকা করুণারত্নের বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক আউট হওয়ার সময় ভারতের রান ছিল ৩৩। তখন কোহলি-কোহলি ধ্বনিতে কান পাতা দায় ইডেনে। উঠছে মেক্সিকান ওয়েভও। তবে রোহিতের পর হতাশ করলেন তিন নম্বরে নামা কোহলিও। লাহিরু কুমারার বলে বোল্ড হলেন প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচে দু’বার জীবন পেয়ে শতরান পূর্ণ করেন কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান করার পরের ম্যাচেই ব্যর্থ হলেন কোহলি। ৯ বল খেলে মাত্র ৪ রান করলেন তিনি। হঠাতই চেনা ছন্দ হারিয়ে চুপ ইডেন। ক্রিকেটের নন্দনকাননে তখন পিন পড়লে শোনা যাবে।
আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান
শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গুয়াহাটিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে ভুগতে হয়েছিল। তাই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ভেবেছিলেন, ইডেনে প্রথমে ব্যাট করে ভারতকে চাপে ফেলে দেবেন। কিন্তু তিনি জানতেন না, ভারতীয় দলে কুলদীপ রয়েছেন। যিনি এই মাঠকে হাতের তালুর মতো চেনেন। কুলদীপের ঘূর্ণিতে মাথা ঘুরল শ্রীলঙ্কার। শুরুটা ভাল করেও মাঝের ওভারে পর পর উইকেট পড়ল। নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে নুয়ানিদু ফার্নান্ডো যথেষ্ট পরিণত ব্যাটিং শুরু করেন। নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতরান করেন নুয়ানিদু। শেষ পর্যন্ত ২১৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। দলে ফিরে ৩ উইকেট নিলেন ভারতের বাঁ হাতি চায়নাম্যান বোলার। ৩ উইকেট নিলেন সিরাজও।
মায়াবী আলোর ঝলক
বিরতিতে ইডেনের গ্যালারিতে গুঞ্জন শ্রীলঙ্কার করা ২১৫ রান সহজেই তাড়া করে নেবে ভারত। কিন্তু ব্যর্থ ভারতের টপ অর্ডার। পছন্দের ইডেনে বিরাট কোহলি, রোহিত শর্মা দু’জনেই রান পেলেন না। পাওয়ার প্লে-র মধ্যেই ভারতের ৩ উইকেট পড়ে যায়। ফলে রান তাড়া করতে নেমে একটু চাপে পড়ে যায় ভারত। তবে হার্দিক-রাহুল জুটির দৌলতে বাজিমাত করে টিম ইন্ডিয়া। ম্যাচে শেষে দর্শকদের মনোরঞ্জনে ষোল আনা সফল সিএবিও। এই লেজার শো ট্যুইট করে সিএবি-কে শুভেচ্ছা জানান প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
Congratulations to indian team for winning the series .. well doneCAB for the wonderful laser show to celebrate it @bcci pic.twitter.com/MsfHzhLjIP
— Sourav Ganguly (@SGanguly99) January 12, 2023
প্রতিশ্রুতি মতো লেজার শো দেখা গেল ইডেন গার্ডেন্সে। প্রথমে ঠিক হয়েছিল দুই ইনিংসের বিরতিতে লেজার শো দেখানো হবে। কিন্তু শ্রীলঙ্কার ইনিংস মাত্র ৪০ ওভারে শেষ হয়ে যায়। তখনও আকাশে আলো ছিল। প্রথমে ঠিক হয়েছিল সন্ধ্যা ৬.৪৫ মিনিটে হবে এই লেজার শো। কিন্তু তার অনেক আগে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যাওয়ায় ঘোষণা করা হয়ে যে ম্যাচের শেষে লেজার শো দেখানো হবে। সেই মতো ম্যাচের শেষে মাতোয়ারা আলোর খেলা দেখলেন দর্শকরা। মাত্র ৬ মিনিটের লেজার শো-য়ে সবার মন কেড়ে নিল বাংলার ক্রিকেট সংস্থা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours