মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur rahman) সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের বর্তমান অবস্থা ১৯৭১ এর মতো বলেও অভিযোগ তাঁর। প্রসঙ্গত, ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ (Bangladesh)।
লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। ওই মার্চে যোগ দিয়েছিলেন ইমরান (Imran Khan) স্বয়ং। দিন দুয়েক আগে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। পায়ে গুলি লাগে ইমরানের। গুরুতর জখম হয়েছেন তাঁর দলের দুই নেতাও। ইমরান ভর্তি রয়েছেন লাহোরের সওকত খানুম হাসপাতালে। ওই হাসপাতালেরে বেডে শুয়েই ক্রিকেটার-রাজনীতিক ইমরান সে দেশের সেনাবাহিনীকে আক্রমণ করে বলেন, কী ঘটেছিল পূর্ব পাকিস্তানে? সব চেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন পীড়ন চালিয়েছিল সেনা বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৮ বছর পর বাংলাদেশে ভারতের সঙ্গে দুই সিরিজের প্রীতি ম্যাচ খেলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা ছিল তখন। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না। তবে আমরা যখন জোড়া ম্যাচ জিতেছিলাম, স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার মানুষ তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। আমি অনুভব করেছিলাম, ওঁদের সঙ্গে আমরা কী অবিচারই না করেছি। ওঁরা আমাদের ছাড়তে চাননি, আমরাই অবিচার করেছি।
ইমরান (Imran Khan) বলেন, সেই একই ঘটনা আমার সঙ্গে ঘটছে। কোণঠাসা করে দেওয়া হয়েছে দেশের সব চেয়ে বড় রাজনৈতিক দলকে। তাদের নেতাকে মারার চেষ্টা করছে। তিনি বলেন, লোকেরা এই চোরেদের দল, যারা এখন ক্ষমতায় রয়েছে, তাদের চিনতে পারছেন না। তাঁকে হত্যার চেষ্টার জন্য ইমরান অভিযোগের আঙুল তোলেন মেজর জেনারেল ফয়জল নাসির, ইন্টিরিয়র মিনিস্টার রানা সানাউল্লাহ এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে।
+ There are no comments
Add yours