Parvati Idol: মন্দির থেকে নিলামঘরে! ৫০ বছর আগে চুরি যাওয়া দেবীমূর্তির খোঁজ মিলল নিউইয়র্কে

জানা গিয়েছে, দেবী পার্বতীর মূর্তিটি চোল রাজত্বকালের ।
_126251040_parvati2
_126251040_parvati2

মাধ্যম নিউজ ডেস্ক: ৫০ বছর আগে চুরি হওয়া পার্বতী মূর্তির খোঁজ পাওয়া গেল এতদিনে! হ্যাঁ ঠিকই শুনছেন। অর্ধশতক পেরিয়ে গেলেও  খোঁজ মেলেনি মন্দির থেকে উধাও হওয়া দেবী পার্বতীর মূর্তি। জানা গিয়েছে, তামিলনাড়ুর কুম্বাকোনামের  (Kumbakonam) থান্ডানথোট্টামের (Thandanthottam) নন্দনাপুরেশ্বরার শিব মন্দির (Nadanapureshwarar Sivan Temple) থেকে চুরি হয় দেবী পার্বতীর মূর্তিটি৷ এরপর ৫০ বছর কেটে যায়। কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গতকাল তার সন্ধান দিলেন সিআইডি আইডল উইংয়ের আধিকারিক। তাঁরা জানান, মূর্তিটি বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে।

আরও পড়ুন: তাজমহলের বন্ধ ঘরে আছে বহু হিন্দু দেবদেবীর মূর্তি? আদালতে তালা খোলার আবেদন

[tw]

[/tw]

মূর্তিটি চুরি হওয়ার পর ১৯৭১ সালে স্থানীয় পুলিশকে ঘটনাটি জানানো হয়েছিল৷ এরপর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারপর আবার ২০১৯-এর ফেব্রুয়ারিতে কে বাসু (K Vasu) নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে আইডল উইং৷ তবুও এই মামালা পড়েই ছিল৷ এরপর আইডল উইংয়ের ইনস্পেক্টর এম চিত্রা এই মামলার তদন্তভার নেন এবং চোল রাজত্বকালের এই দেবী পার্বতী মূর্তির খোঁজ শুরু করেন৷ বিভিন্ন মিউজিয়াম এবং অকশন হাউসগুলিতে তল্লাশি শুরু করেন৷ এরপরেই তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বনহ্যামস নিলাম ঘরে (Bonhams Auction House) পাওয়া গিয়েছে মূর্তিটি। আইডল উইংয়ের সিআইডি ডিজিপি জয়ন্ত মুরালি (Jayanth Murali, DGP, Idol Wing CID) জানিয়েছেন, মূর্তিটি দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে৷

সিআইডি তরফে জানানো হয়েছে, বারোশো শতকের চোল রাজত্বকালের তামার তৈরি মূর্তির উচ্চতা ৫২ সেমি। এর দাম ২লক্ষ ১২ হাজার ৫৭৫ মার্কিন ডলার৷ আর ভারতীয় মুদ্রায় এর দাম ১ কোটি ৬৮ লক্ষ ২৬ হাজার ১৪৩ টাকা। দক্ষিণ ভারতে পার্বতী বা উমাকে দেবী হিসাবে সাধারণত দাঁড়ানো অবস্থায় দেখা যায়। তাঁর মাথায় 'করন্দা মুকুট' নামের একটি মুকুট আছে৷ এর চূড়ায় একটি পদ্মের কুঁড়ি আছে। এই মূর্তির গলার নেকলেস, বাহুবন্ধ, কোমরবন্ধ, পোশাকে মুকুটের ডিজাইনই দেখা যায়৷

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles