মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। শুরু হয়ে গিয়েছে আইবিপিএস পিও-র রেজিস্ট্রেশন (IBPS PO Registration 2022)। সরাসরি আইবিপিএসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আবেদন করার শেষ দিন ২২ অগাস্ট। শূন্য পদের সংখ্যা ৬,৪৩২।
এক নজরে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
আরও পড়ুন: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬
শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৬,৪৩২।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৫৩৫
কানাড়া ব্যাঙ্ক- ২৫০০
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ৫০০
পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক- ২৫৩
ইউকো ব্যাঙ্ক- ৫৫০
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ২০৯৪
বয়স
আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর। ২০২২ সালের ১ অগস্ট অনুযায়ী বয়স হিসাব করা হবে। অর্থাৎ যে প্রার্থীরা ১৯৯২ সালের ২ অগস্ট থেকে ২০০২ সালের ১ অগস্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা
যোগ্যতা
আবেদনকারীকে স্নাতক হতে হবে। ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীদের স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর দিতে হবে। এখন যে পড়ুয়ারা স্নাতক স্তরের তৃতীয় বর্ষে পড়ছেন ও পরীক্ষা দিয়েছেন, তাঁদের পরীক্ষার ফলাফল ২২ অগাস্টের মধ্যে বেরোলে, তবেই তাঁরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ দিন
২২ অগাস্ট
পরীক্ষা কবে নেওয়া হবে?
যদিও পরীক্ষার দিন সুনির্দিষ্ট করে জানানো হয়নি। তবে প্রিলিমিনারি পরীক্ষা ১৫, ১৬ এবং ২২ অক্টোবর হবে বলে জানা গিয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বেরোবে ২০২২ সালের নভেম্বরে। মেইন পরীক্ষাটি হবে ২০২২ সালের ২৬ নভেম্বর। মেইন পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বরে। এরপর ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে ইন্টারভিউ।
বেতন
বেতন হবে ৫২-৫৭ হাজার টাকা। বেসিক পে শুরু হবে ২৩ হাজার ৭০০ টাকায়। ৪টে ইনক্রিমেন্ট পাবেন।
কীভাবে করবেন আবেদন?
সরাসরি আইবিপিএস-এর ওয়েবসাইট ibps.in -এ গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে।
কী নথি আপলোড করত হবে আবেদনকারীদের?
- নির্দিষ্ট মাপের ফটোগ্রাফ।
- বলে দেওয়া নির্দিষ্ট মাপের সিগনেচার।
- বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ।
- হাতে লেখা একটি ডিক্লেরেশন।
সমস্ত নথিপত্র আপলোড করার পর আসবে পেমেন্ট অপশন। মাথায় রাখতে হবে, পেমেন্ট ছাড়া কোনও আবেদনই গৃহীত হবে না। একবার কোনও তথ্য আপলোড করলে তা আর বদলানো যাবে না। তাই অনলাইনে আবেদন করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে।
+ There are no comments
Add yours