Henry Cavill: সুপারম্যান চরিত্রে আর ফিরবেন না, নিজেই জানালেন হেনরি ক্যাভিল

সুপারম্যান নিয়ে তাদের পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে তাদের গল্পটিতে সুপারম্যানের আগের অংশ দেখানো হবে।
Superman
Superman

মাধ্যম নিউজ ডেস্ক: সুপারহিরো সিনেমা প্রেমীদের জন্যে এক খারাপ খবর। আর পর্দায় দেখা যাবে না সেই চেনা সুপারম্যানকে। সুপারম্যান চরিত্রে আর অভিনয় করবেন না। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেতা হেনরি ক্যাভিল (Henry Cavill)। তিনি লেখেন, “আমি সুপারম্যান হয়ে আর ফিরছি না।”

কী বলেন ক্যাভিল?

পিটার সাফরানের সঙ্গে ডিসি-এর নতুন কো-সিইও জেমস গান, হেনরি ক্যাভিলের (Henry Cavill) সুপারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার কিছুক্ষণ পর এক বিবৃতি দিয়ে  বলেন, "কেপ পরার আমার সময় কেটে গিয়েছে"। অভিনেতার বিবৃতি থেকে জানা গিয়েছে যে জেমস গান এবং পিটার সাফরান ম্যান অফ স্টিল ২ -এর শ্যুটিং বন্ধ করার পরিকল্পনা করছেন। ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি'র ব্ল্যাক অ্যাডাম ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের পর ৩৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি সুপারম্যানের চরিত্রে ফিরে আসার ঘোষণা করেছিলেন। নিজের পোস্টে তিনি লিখেছেন, "অক্টোবর মাসে আমার ফেরার কথা ঘোষণা করার পর এই খবরটি সহজ নয়, তবে এটাই জীবন। আমি সেটাকে সম্মান করি। জেমস আর পিটারের তৈরি করার মতো একটা ইউনিভার্স আছে। আমি তাদের এবং নতুন ইউনিভার্সের সঙ্গে যুক্ত সকলকে শুভকামনা জানাই। আমরা দুঃখ পেতে পারি, কিন্তু তারপরে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে...সুপারম্যান এখনও আমাদের মনের কাছাকাছি আছেন।"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Henry Cavill (@henrycavill)

সুপারম্যান হয়ে ক্যাভিল (Henry Cavill) প্রথম বার বড় পর্দায় আসেন ২০১৩ সালে। ‘ম্যান অব স্টিল’ ছবির মাধ্যমে। তিন বছর পর ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে’ও তিনি ছিলেন সেই ভূমিকায়। ২০১৭ সালে জাস্টিস লিগে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সুপারম্যান হিসেবে।  

গত অক্টোবরে মুক্তি পাওয়া ডিসি কমিকস ‘ব্ল্যাক অ্যাডাম’ এ চিরায়ত লাল ও নীল স্যুটে ক্যাভিলের ক্যামিও উপস্থিতিতে তাঁর ফেরার আশা করেছিলেন ভক্তরা। এরপর তিনি ইনস্টাগ্রামে বলেন, তিনি (Henry Cavill) আবার সুপারম্যান হয়ে ফিরছেন।

আরও পড়ুন: ‘‘আপনার মন্ত্রীকে প্রশ্ন করুন সন্ত্রাস কবে বন্ধ হবে?’’, পাক সাংবাদিককে জবাব জয়শঙ্করের

পরিচালক জেমস গান বুধবার এক ট্যুইটে লিখেছেন, তারা নতুন বছরের শুরুতে ডিসি কমিকসের প্রথম প্রকল্প নিয়ে কিছু অন্যরকম কাজ করতে চান। সুপারম্যান নিয়ে তাদের পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে তাদের গল্পটিতে সুপারম্যানের আগের অংশ দেখানো হবে। তাই চরিত্রটিতে হেনরি ক্যাভিল (Henry Cavill) অভিনয় করবেন না। গান সুপারম্যানভক্তদের বলেন, সুপারম্যানকে কেন্দ্র করে একটি সিনেমা লিখছেন তিনি। তবে সেটি মূল সিনেমা হবে না।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles