Haryana Panchayat Election: হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনে ২২ আসনে জয়ী বিজেপি

Haryana Panchayat Election: অন্যদিকে আম আদমি পার্টি দ্বিতীয় স্থানে উঠে এসেছে ও তৃতীয় স্থানে ভারতীয় জাতীয় লোকদল।
haryana_panchayat_
haryana_panchayat_

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে (Haryana Panchayat Election)। হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করতে না পারলেও বেশি আসনে জিতে জয়লাভ করেছে। অন্যদিকে আম আদমি পার্টি দ্বিতীয় স্থানে উঠে এসেছে ও তৃতীয় স্থানে ভারতীয় জাতীয় লোকদল।  

জয়ী বিজেপি

সূত্রের খবর অনুযায়ী, শাসক দল বিজেপি আম্বালা, যমুনানগর এবং গুরুগ্রাম সহ সাতটি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জেলা পরিষদের ১০২ টি আসনের মধ্যে ২২টি জিতেছে। তবে পঞ্চকুলায় ধাক্কা খেয়েছে বিজেপি। এই জেলায় ১০টি আসন হাতছাড়া হয়েছে বিজেপির।

অন্যদিকে আম আদমি পার্টি পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের ১০০টি আসনে প্রার্থী দিয়েছিল। তারমধ্যে সিরসা, আম্বালা, যমুনানগর এবং জিন্দ সহ অন্যান্য জেলাতে ১৫ টি আসনে জয়লাভ করেছে। ভারতীয় জাতীয় লোকদল জেলা পরিষদের ৭২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারা নির্বাচনে ১৪ টি আসনে জয়লাভ করেছে।

১৫টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে আম আদমি পার্টি এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় জাতীয় লোকদল। তবে কংগ্রেস তাদের দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। কিন্তু রাজনৈতিক দলগুলির দাবি, তাদের সমর্থিত প্রার্থীরাও জেলা পরিষদের বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছেন।

প্রসঙ্গত, হরিয়ানায় ১৪৩ টি পঞ্চায়েত সমিতি এবং ২২টি জেলা পরিষদের নির্বাচন তিনটি দফায় অনুষ্ঠিত হয়েছিল। ২২ টি জেলা পরিষদে মোট ৪১১ জন সদস্য রয়েছে। ১৪৩টি পঞ্চায়েত সমিতিতে মোট ৩০৮১ জন সদস্য রয়েছে। রবিবার ভোট গণনা শুরু হয় সকাল ৮টায়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা সম্পন্ন হয় (Haryana Panchayat Election)।

গতকাল নির্বাচনের ফলাফলের পরে, হরিয়ানা বিজেপির প্রধান ওপি ধনকার বলেছেন যে, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলির জন্য বেশিরভাগ জায়গায় বিজেপি প্রার্থী এবং দলের-সমর্থিত মনোনীত প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। আবার তিনি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দনও জানান (Haryana Panchayat Election)।

উল্লেখ্য, প্রথম দফায়, ৩০ অক্টোবর জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলির জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল নয়টি জেলা- ভিওয়ানি, ঝাঝার, জিন্দ, কাইথাল, মহেন্দ্রগড়, নুহ, পঞ্চকুলা, পানিপত এবং যমুনানগরে। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয় আম্বালা, চরখি দাদরি, গুরুগ্রাম, কর্নাল, কুরুক্ষেত্র, রেওয়ারি, রোহতক, সিরসা এবং সোনিপাটে। তৃতীয় ও শেষ ধাপে বাকি জেলায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটগ্রহণ হয় ২২ নভেম্বর এবং এই জেলাগুলিতে পঞ্চায়েত ও সরপঞ্চ নির্বাচন হয় ২৫ নভেম্বর (Haryana Panchayat Election)।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles