GST Collection: এপ্রিলে রেকর্ড গড়ল জিএসটি আদায়ের পরিমাণ, কত জানেন?

গত বছর ৯.৬ লক্ষ লেনদেনের মাধ্যমে কর সংগ্রহ হয়েছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা...
gst
gst

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের এপ্রিল মাসে জিএসটি আদায়ের (GST Collection) পরিমাণ ১.৮৭ লাখ কোটি টাকা। সোমবার ২০২৩ সালের এপ্রিল মাসের জিএসটি সংগ্রহের রিপোর্ট প্রকাশ করেছে অর্থমন্ত্রক। সেখানেই জানা গিয়েছে আদায়ের পরিমাণ ১.৮৭ লাখ কোটি টাকা। এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিল ২০২৩ সালে মোট জিএসটি সংগ্রহ সর্বকালের সর্বোচ্চ স্থানে রয়েছে। যা এপ্রিল ২০২২ এ ১, ৬৭, ৫৪০ লাখ কোটি টাকার সংগ্রহের চেয়ে ১৯,৪৯৫ কোটি টাকা বেশি। বৃদ্ধির পরিমাণ ১২ শতাংশ।

জিএসটি আদায়ের (GST Collection) পরিমাণ...

অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ বছরের মোট জিএসটি আয় (GST Collection) ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকার মধ্যে সিজিএসটি রয়েছে ৩৮ হাজার ৪৪০ কোটি, এসজিএসটি রয়েছে ৪৭ হাজার ৪১২ কোটি, আইজিএসটি রয়েছে ৮৯ হাজার ১৫৮ কোটি এবং সেস ১২ হাজার ২৫ কোটি টাকা। অর্থমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের মার্চে মোট ৯ কোটি ই-বিল পাশ হয়েছে। যেখানে এক মাস আগে, ফেব্রুয়ারিতে ৮.১ কোটি ই-বিল পাশ হয়েছিল। অর্থাৎ অনলাইন মোডে ই-বিল দেওয়ার হার ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এপ্রিলে দৈনিক সর্বাধিক কর সংগ্রহ হয়েছে ২০ তারিখ। সেদিন মোট ৯.৮ লক্ষ লেনদেনের মাধ্যমে ৬৮ হাজার ২২৮ কোটি টাকা কর সংগ্রহ হয়েছে। গত বছরও ২০ এপ্রিল সর্বাধিক কর সংগ্রহ হয়েছিল। তবে তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। ৯.৬ লক্ষ লেনদেনের মাধ্যমে কর সংগ্রহ হয়েছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা।

আরও পড়ুুন: অভিষেক সভা ছাড়তেই ব্যালট লুঠের চেষ্টা, তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

প্রসঙ্গত, জিএসটি (GST Collection) হল ভারতে পণ্য ও পরিষেবার ওপর লাগু করা কর ব্যবস্থা। এর আগে এ ক্ষেত্রে ভ্যাট করের প্রচলন ছিল। জিএসটি হল ভ্যাটের ডিজিটালাইজড ফর্ম, যেখানে পণ্য ও পরিষেবাগুলি ট্র্যাক করা যায়। ভ্যাট ও জিএসটি উভয়েরই একই ট্যাক্সেশন স্ল্যাব রয়েছে। অর্থমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, এপ্রিল ২০২৩ সালের রাজস্ব গত বছরের একই মাসে জিএসটি রাজস্বের তুলনায় ১২ শতাংশ বেশি হয়েছে। এ বছর এপ্রিল মাসে পরিষেবা আমদানি সহ অভ্যন্তরীণ লেনদেন থেকে আয় গত বছরের একই মাসের আয়ের তুলনায় ১৬ শতাংশ হারে বেশি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles