মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্রদেশ কংগ্রেস কমিটিগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে,তাঁরা যেন অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীকেই প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত করতে অনুরোধ করেন। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস কমিটিগুলিতে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব পাশ করার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত নিয়ে ফের দলের অভ্যন্তরে বিরোধ দেখা দিয়েছে। কংগ্রেসের অন্দরে গুঞ্জন, দলের সর্ব ভারতীয় সভাপতি নির্বাচনের রাশ নিজেদের হাতে রাখতেই গান্ধী পরিবারের এই উদ্যোগ।
আরও পড়ুন: হিন্দি ভাষা কারও প্রতিদ্বন্দ্বী নয়, বরং বন্ধু, বললেন অমিত শাহ
দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগেই প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নেতা নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনও রাজ্যেই তা হয়নি। তাই তড়িঘড়ি কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। আগামী ২২ সেপ্টেম্বর কংগ্রেসের সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে ২৪ সেপ্টেম্বর থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। শুক্রবার দেশে ফিরছেন কংগ্রেসের (Congress) কার্যনির্বাহী সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi)। চিকিৎসার জন্য গত দিন পনেরো বিদেশে রয়েছেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, দেশে ফিরেই দলের প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন তিনি। এরই আগে দলের ভিতরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। মনে করা হচ্ছে, দাবার বোর্ডে সৈন্য সাজতে চাইছেন সনিয়া।
আরও পড়ুন : হিন্দি ভাষার উপন্যাস জিতে নিল আন্তর্জাতিক বুকার! ইতিহাস সৃষ্টি করলেন গীতাঞ্জলি শ্রী
তবে, কংগ্রেসে গান্ধী পরিবারের অনুগামীদের যুক্তি, সহমতের ভিত্তিতে নতুন সভাপতি বাছাই করতে চাইছেন সনিয়া। এক শীর্ষ নেতার কথায়, গান্ধী পরিবারের কেউ সভাপতির দৌড়ে নেই এটা এখন স্পষ্ট। সনিয়া, রাহুলরা ওই পদে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চান। তবে দলের বিক্ষুব্ধ গোষ্ঠী বলে পরিচিত জি-২৩-এর নেতাদের সঙ্গেও আলোচনায় বসতে চান সনিয়া। এই তালিকায় শীর্ষে রয়েছেন তিরুবনন্তপূরমের সাংসদ শশী তারুর। অন্যদিকে, পাঞ্জাবের নেতা মনীশ তিওয়ারিও প্রার্থী হতে পারেন। ২৪ তারিখ থেকে সভাপতি পদে মনোনয়ন জমা করা শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours