Exam Calendar: এবার থেকে ফি-বছর নির্দিষ্ট দিনেই জেইই, নীট ও কুয়েট পরীক্ষা? ভাবনা কেন্দ্রের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই সপ্তাহেই নতুন পরিকল্পনার (Exam Calendar)  কথা ঘোষণা করতে পারে...
Symbolic_picture
Symbolic_picture

মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE), ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET) এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET) জন্য নির্দিষ্ট পরীক্ষা ক্যালেন্ডার (Exam Calendar) তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই সপ্তাহেই নতুন পরিকল্পনার (Exam Calendar)  কথা ঘোষণা করতে পারে।

আরও পড়ুন: স্বল্পমেয়াদী কোর্সের এত চাহিদা কেন? এগুলো করার সুবিধা কী কী?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই সপ্তাহে JEE MAIN ২০২৩ পরীক্ষার তারিখ , রেজিস্ট্রেশনের তারিখ সহ JEE MAIN পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ২০২৩ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা আইএসসি ও আইসিএসই বোর্ডের

NTA কী বলছে

NTA জানিয়েছে,  JEE MAIN ২০২৩ পরীক্ষাগুলি  জানুয়ারির মাঝামাঝি এবং এপ্রিলে অনুষ্ঠিত হবে, CUET UG ২০২৩ সম্ভবত এপ্রিলের তৃতীয় সপ্তাহে এবং মে-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, যেখানে NEET UG ২০২৩ মে মাসে হবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

NTA আরও বলেছে যে এপ্রিলে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের  দাবি মানা সম্ভব নয়। কারণ এতে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু করতে দেরী হবে । JEE MAIN ২০২৩ প্রার্থীরা NTA-কে এপ্রিল বা মে মাসে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করেছিল কারণ ড্রপাররা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়না বলেই অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের।

আরও পড়ুন: স্পোর্টস সাইকোলজি কোর্সের চাহিদা বাড়ছে ভারতজুড়ে, মিলবে মোটা অঙ্কের বেতন

গত নভেম্বরে, NTA  দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। যার মধ্যে একটি JEE MAIN, NEET, CUET পরীক্ষাগুলির annual schedule তৈরির দায়িত্বে ছিল, অন্য কমিটির দায়িত্ব ছিল পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো দেখা। কমিটিগুলির সদস্য হিসাবে ছিলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ফ্যাকাল্টিরা যাঁদের পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles