MS Dhoni: বিহারে ধোনির নামে এফআইআর! কী দোষ ক্যাপ্টেন কুলের?

ধোনি ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে জমা পড়েছে লিখিত অভিযোগ। কৃষিকাজে ব্যবহৃত একটি সারের বিজ্ঞাপনে কাজ করে এই সমস্যায় জড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক
MS-Dhoni
MS-Dhoni

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের দ্বিতীয় ধনী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮১৯ কোটি টাকারও বেশি। তাঁর বিরুদ্ধেই আনা হয়েছে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ।

সম্প্রতি বিহারের বেগুসরাইতে ধোনির (Dhoni) বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। ধোনি ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে জমা পড়েছে লিখিত অভিযোগ। কৃষিকাজে ব্যবহৃত একটি সারের বিজ্ঞাপনে কাজ করে এই সমস্যায় জড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক (former India captain)। ঘটনার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ না থাকলেও দুই সংস্থার ব্যবসায়িক সংঘাতের জন্য তাঁকেও যুক্ত করা হয়েছে মামলায়।

নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড (NGPIL) নামে একটি সংস্থার বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে। যাদের একটি চেক বাউন্স করেছে। আর সেই কোম্পানিরই প্রচারে দেখা গিয়েছে ধোনিকে। তাই অভিযোগপত্রে যুক্ত হয়েছে ক্যাপ্টেন কুলের নাম। ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এসকে এন্টারপ্রাইসেস (SK Enterprises)। বেগুসরাইয়ের আদালতের কাছে তাদের অভিযোগ, ৩০ লক্ষ টাকার একটি চেক বাউন্স হয়েছে।

আরও পড়ুন: পেলের আরও কাছে নেইমার, দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল

ওই সংস্থার চেক বাউন্স হওয়ার পর তাদের আইনি নোটিস পাঠানো হয়। কিন্তু তার কোনও উত্তর দেয়নি অভিযুক্ত সংস্থা। টাকা না পাওয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয়। তাই এসকে এন্টারপ্রাইসের নীরজ কুমার নিরালা এই ঘটনায় থানায় আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার মধ্যে রয়েছে ধোনির নামও।

ওই সার সংস্থাটির প্রচারে শামিল হয়েছিলেন মাহি (Mahi)। তাই বিত্তবান ক্রিকেটার হওয়া সত্ত্বেও অভিযোগ উঠেছে তাঁর নামে। ২০২১ সালেও ধোনি আয় করেছেন ৭৪.৪৯ কোটি টাকা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন থেকে তাঁর বার্ষিক আয় ৫০ কোটি টাকার বেশি। তাঁর গ্যারাজ সাজানো বহুমূল্য বাইক এবং গাড়িতে। তবু আইনি জালে জড়ালেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিনায়ক। সোমবার মামলাটি আদালতে পেশ করা হলে সেটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অজয় কুমার মিশ্রর কাছে পাঠিয়ে দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি ২৮ জুন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles