মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমার গল্পকেও হার মানাবে! এমনই ঘটনা ঘটল মুম্বইয়ে। পার্কিং লটে গাড়ির ভিতর অন্য তরুণীর সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন মহিলা। আর সেটাই হয়ে গেল তাঁর জীবনের বড় ‘অপরাধ’। ফলে তাঁর স্ত্রী-কে শাস্তি দিতে গাড়ির চাকায় পিষে খুনের চেষ্টা করল এক ব্যক্তি। আর সেই আর কেও নয়, তিনি হলেন মুম্বইয়ের প্রযোজক কমল কিশোর মিশ্রা (Kamal Kishore Mishra)। পশ্চিম অন্ধেরির একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি ১৯ অক্টোবর ঘটলেও পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি পুলিশের হাতে এসে পৌঁছেছে। ফলে স্ত্রী-কে খুন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
#WATCH | Case registered against film producer Kamal Kishore Mishra at Amboli PS u/s 279 & 338 of IPC for hitting his wife with a car.She claims after the incident she suffered head injuries.We're searching for accused. Further investigation underway:Amboli Police
— ANI (@ANI) October 26, 2022
(CCTV Visuals) pic.twitter.com/0JSleTqyry
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযোজক কমল কিশোর মিশ্রার স্ত্রী ইয়াসমিন তাঁর স্বামীর বিরুদ্ধে দায়ের করার সময় জানিয়েছেন, ঘটনার দিন নিজের স্বামীর খোঁজ করতে বাড়ির বাইরে আসেন। পার্কিং লটে গিয়ে স্বামীর গাড়িটি দেখতে পেয়ে সেদিকে এগোতেই তিনি এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় গাড়িতে দেখতে পান। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তিনি তাঁর স্বামীর কাছে এই বিষয়ে জানতে চাইলেই তাড়াতাড়ি করে গাড়িটি চালিয়ে দেন তাঁর স্বামী। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন মহিলা। তাঁর পা, হাত এবং মাথায় গুরুতর চোট লেগেছে। আর এই পুরো ঘটনাটি ধরা পড়েছে বিল্ডিংয়ে লাগানো সিসিটিভিতে। আর এরপরেই বুধবার ইয়াসমিন তাঁকে খুন করার অভিযোগ এনে কমল মিশ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ঘটনায় কমল মিশ্রার (Kamal Kishor Mishra) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারায় রাশ ড্রাইভিং এবং ৩৩৭ ধারায় অন্যের জীবনকে বিপদে ফেলে আঘাত করার মতো ঘটনায় আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পরেই পালিয়ে গিয়েছে কমল মিশ্রা। ফলে তার তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত, কমল কিশোর ‘দেহাতি ডিস্কো’ নামক একটি ছবি প্রযোজনা করেছেন।
+ There are no comments
Add yours