মাধ্যম নিউজ ডেস্ক: কিলিয়ান এমবাপেকে আলাদা করে দেখছেন না, জানালেন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে হালকা মেজাজে অনুশীলন সারলেন মরক্কো ফুটবলাররা। ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স বরাবরই বিপক্ষের কাছে একটা বড় নাম। এক মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারপর প্লেয়ার যখন কিলিয়ান এমবাপে। ৫টা গোল করে তিনি এখন বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে রয়েছেন। তবুও চাপ নিতে নারাজ রেগরাগুই। বলছেন, "আমাদের হারানোর কিছুই নেই। যা আছে শুধুই পাওয়ার। চাপ নিয়ে খেলবে ফ্রান্স। আমরা নিজেদের খেলা ধরে রাখব।" আর এমবাপে? মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, ‘আমি কিলিয়ান এমবাপের জন্য কোনও আলাদা করে পরিকল্পনা বা স্ট্র্যাটেজি তৈরি করব না। ফ্রান্সের আরও তো ভালো প্লেয়ার আছে। অ্যান্টোনিও গ্রিজম্যান এখন শীর্ষে আছে। ডেমবেলে দারুণ ফর্মে। একটা উইংয়ে এমবাপে আছে। আমরা যদি এমবাপের দিকে নজর দিই তাহলে তা ভুল হবে। ওরা বিশ্ব চ্য়াম্পিয়ন, বিশ্বমানের প্লেয়ার আছে ওদের কাছে।’
জায়ান্ট কিলার মরক্কো
ধারে ভারে মরক্কোর থেকে অনেক এগিয়ে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আন্তর্জাতিক ম্যাচে উত্তর আফ্রিকার দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজিত ফরাসিরা। তবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। জায়ান্ট কিলার মরক্কোকে নিয়ে এবার আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে ফ্রান্সকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাস্ত করলেও খুশি নন ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ। কারণ সেই ম্য়াচে হ্য়ারি কেন পেনাল্টি মিস না করলে ফ্রান্সকে চ্যালেঞ্জের মুখে পড়তে হত। এই পরিস্থিতিতে রুদ্ধদ্বার অনুশীলন করছেন ফ্রান্স, চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে তাদের তরফে। প্রতিটা প্লেয়ারকে নিয়ে অঙ্ক কষছেন দেশঁ। টানা দু'বার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে। এর আগে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) পরপর দু'বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতারে দিদিয়ের দেশঁ-র দল কাপ জিতলে, ইতালি ও ব্রাজিলের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন এমবাপেরা।
আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
খেলা কবে?
১৫ ডিসেম্বর, বুধবার গভীর রাতে (বৃহস্পতিবার) হবে খেলা
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে আল বায়াত স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২.৩০টায় খেলা শুরু হবে
কোথায় দেখা যাবে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি দেখা যাবে।
+ There are no comments
Add yours