FIFA World Cup: মাইলফলকের ম্যাচ মেসির! জেনে নিন নকআউটে কার বিরুদ্ধে কে কখন খেলবে

বিশ্বকাপ জয়ের পথে একটা ধাপ। কেরিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি
messi-argentine-2
messi-argentine-2

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের নক আউট পর্যায়ের খেলা। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ১৬টি দল। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেকে দু’টি করে দলে উঠেছে শেষ ষোলোয়। জেনে নিন কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কবে, কখন হবে সেই খেলা?

নক আউট পর্ব

বিশ্বকাপের সূচি অনুযায়ী,  প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এ-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা। ৩ ডিসেম্বর, শনিবার রাত ৮.৩০ মিনিটে  খেলা শুরু হবে। অন্য দিকে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার রাত ১২.৩০ মিনিটে  খেলা হবে। ঠিক একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার রাত ৮.৩০ মিনিটে। গ্রুপ ই-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এফ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ই-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, জাপানের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। ৫ ডিসেম্বর, সোমবার রাত ৮.৩০ মিনিটে খেলা শুরু হবে। অন্য দিকে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে। গ্রুপ জি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এইচ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ জি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, ব্রাজিলের বিরুদ্ধে খেলবে দক্ষিণ কোরিয়া। ৫ ডিসেম্বর, সোমবার  রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে পর্তুগাল খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে।

আরও পড়ুন: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

মাইলফলকের ম্যাচে মেসি

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। কেরিয়ারে একঝাঁক ট্রফি, সাতটি ব্যালন ডি’অর, নানা রেকর্ড, সবকিছুর মাঝে আক্ষেপ, বিশ্বকাপ জিততে না পারা। আর্জেন্টিনা শিবিরে এই বিশ্বকাপ লিওর। গ্রুপ পর্ব অতীত। এ বার একটা ভুল মানেই দৌড় শেষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাইলফলকের ম্যাচে নামতে চলেছেন মেসি। কেরিয়ারের হাজারতম ম্যাচ। বিশ্বকাপ জয়ের পথে একটা ধাপ। তবে এই ম্য়াচের আগে আর্জেন্টিনা শিবিরের অস্বস্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। একশো শতাংশ ফিট নন তিনি। এই অভিজ্ঞ ফুটবলারকে খেলানো নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিশ্বকাপ অনেক অঘটন দেখেছে।  অস্ট্রেলিয়া সহজ প্রতিপক্ষ মনে হলেও, আর্জেন্টিনা শিবির অন্তত এমনটা ভাবছে না। সতর্ক হয়েই মাঠে নামতে চাইছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles