Eoin Morgan: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান 

সোমবার এক বিবৃতিতে ৩৬ বছর বয়সি মর্গ্যান বলেন, 'অত্যন্ত গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি আমি
loiuy(1)
loiuy(1)

মাধ্যম নিউজ ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan)। ২০১৯ সালে ইয়ন মর্গ্যানের নেতৃত্বে একদিনের বিশ্বকাপে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইংল্যান্ড। গত বছরেই আন্তর্জাতিক কেরিয়ারের দাঁড়ি দিয়েছিলেন। এরপর তিনি শুধুমাত্র ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। এবার সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যান (Eoin Morgan)। প্রায় দু-দশকের ক্রিকেট কেরিয়ার থেকে অবসর নিলেন তিনি।

কী বললেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক

সোমবার এক বিবৃতিতে ৩৬ বছর বয়সি মর্গ্যান (Eoin Morgan) বলেন, 'অত্যন্ত গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি আমি। অনেক চিন্তা-ভাবনার পর, মনে হয়েছে খেলার জগৎ থেকে সরে আসার এটাই সঠিক সময় আমার জন্য। ক্রিকেট আমাকে বছরের পর বছর অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে যোগ দেওয়ার জন্য ২০০৫ সালে ইংল্যান্ডে চলে আসি। শেষে এসএ২০-তে পার্ল রয়্যালসের হয়ে খেলা, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।' প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ ২০-তে পার্ল রয়্যালসের হয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে টি-২০ ম্যাচই মর্গ্যানের কেরিয়ারের শেষ ম্যাচ বলে জানা গেছে। এখানে ৭ ম্যাচে ২১.৩৩ গড়ে ১২৮ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে একটি অর্ধশতরান। মর্গ্যান (Eoin Morgan) আরও বলেন, 'যদিও আমি আমার খেলোয়াড় জীবনের ইতি টানছি, তবুও আমি এই খেলার সঙ্গেই যুক্ত থাকব। একজন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সম্প্রচারকারীদের সঙ্গে কাজ করব।' 

একঝলকে তাঁর ক্রিকেট জীবন

২০২২ সালের জুন মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মর্গ্যান (Eoin Morgan)। ২০১০ টি-২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। পরে বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁরা।
২০০৩ সালে মর্গানের (Eoin Morgan) কেরিয়ার শুরু হয়েছিল আয়ারল্যান্ডে। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আইরিশদের হয়ে অভিষেক হয় তার। পরে ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন তিনি। ২০১৫ সালে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব পান। একদিনের ম্যাচ খেলেছেন ২৪৮টি , টেস্ট খেলেছেন ১৬টি  এবং ১১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছেন মর্গ্যান (Eoin Morgan)। ওয়ানডেও টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে মোট ১৬টি শতরান রয়েছে তাঁর।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles