মাধ্যম নিউজ ডেস্ক: আজ দিল্লিতে সব দলকে রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রটোটাইপ (Remote EVM) প্রদর্শন করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে আজ সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেখানেই রিমোট ইভিএম সম্পর্কে বিশদে জানানো হয়। মূলত অভিবাসী ভোটারদের জন্য এই বিশেষ রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন। তবে ইতিমধ্যেই এই ইভিএম নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দলগুলি।
কমিশন সূত্রে খবর, মাল্টি কনস্টিটুয়েন্সি রিমোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (Remote EVM) সুবিধা হল, এই মিশনে পরিযায়ী শ্রমিকরাও দেশের প্রত্যন্ত এলাকা থেকে ভোটে অংশ নিতে পারবেন। যারা শিক্ষাগত কারণেও ভিনরাজ্যে থাকছেন, তাঁরাও ভোট দিতে পারবেন। নিজের বাড়ি যেখানে সেখানকার কেন্দ্রের জন্য তাঁরা দূর থেকে ভোট দিতে পারবেন।
Delhi | Election Commission of India showcases the remote electronic voting machine prototype for migrant voters, to the representatives of political parties. pic.twitter.com/Lv8DOnjx0C
— ANI (@ANI) January 16, 2023
বিরোধীদের বৈঠক?
সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে (Remote EVM) হাজির হওয়ার আগে রবিবার প্রায় ১২ টি রাজনৈতিক দল দিল্লিতে বৈঠক করে। তার মধ্যে সিপিআইএম ও কংগ্রেস ছাড়াও ছিল আরজেডি, জেডিইউ, ঠাকরে পন্থী শিবসেনা, ন্যাশনাল কনফারেন্স, সিপিআই, আরএসপি, জেএমএম, ভিসিকে, মুসলিম লিগ এবং পিডিপি। এই বৈঠকে বিরোধীদের সম্মিলিত কৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যসভার নির্দলীয় সাংসদ কপিল সিব্বালও। বৈঠকে না থাকলেও সমাজবাদী পার্টি এবং এনসিপি জানিয়েছে, তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতা করবে।
এছাড়াও ডিএমকে, তৃণমূল কংগ্রেস, কেরল কংগ্রেস এম, আরএলডি, এমডিএমকে এবং আপের মতো দলগুলিও নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতায় সামিল হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে এপি সোনাকে বহিষ্কার আলাপ্পুঝা সিপিআইএমের
প্রসঙ্গত, গত বছরের শেষের (Remote EVM) দিকে ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়, তারা পরিযায়ীদের জন্য দূরবর্তী কেন্দ্র থেকে ভোটগ্রহণে তৈরি। যে প্রক্রিয়ায় নিজের রাজ্যে না গিয়েও সেই ব্যক্তি নিজের জন্য নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিতে পারবেন। তারপরেই স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ১৬ জানুয়ারি পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours