মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়াতে বিধ্বংসী ভূমিকম্পে (Earthquake) মৃতের সংখ্যা প্রায় ২০ হাজারে ঠেকেছে। ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত তুরস্কে 'অপারেশন দোস্ত' শুরু করেছে ভারত, ইতিমধ্যে সেখানে ত্রাণ সমেত অন্যান্য সামগ্রী নিয়ে পৌঁছেছে ৬টি বিমান। বৃহস্পতিবার তুরস্কের গাজিয়ানটেপ শহরে ধ্বংসস্তূপ থেকে ৬ বছরের এক শিশুকে উদ্ধার করতে দেখা যাচ্ছে এনডিআরএফ-কে। ওই ভিডিও শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখলেন, এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।
ট্যুইটে কী লিখলেন অমিত শাহ
অমিত শাহ লিখেছেন, এনডিআরএফের জন্য আমরা সবাই গর্বিত। তুরস্কের উদ্ধারকাজ করতে গিয়ে ৬ বছরের শিশুকে উদ্ধার করেছে এনডিআরএফ। মোদিজীর প্রেরণায় এনডিআরএফকে বিশ্বের সবচেয়ে দক্ষ উদ্ধারকারী দল গড়ে তুলতে সংকল্পবদ্ধ কেন্দ্রীয় সরকার।
Proud of our NDRF.
— Amit Shah (@AmitShah) February 9, 2023
In the rescue operations in Türkiye, Team IND-11 saved the life of a six-year-old girl, Beren, in Gaziantep city.
Under the guidance of PM @narendramodi, we are committed to making @NDRFHQ the world’s leading disaster response force. #OperationDost pic.twitter.com/NfvGZB24uK
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সিরিয়া ও তুরস্ক মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৯,৩০০। উদ্ধারের কাজ যত এগোচ্ছে মৃতের সংখ্য়াও ততই বাড়ছে। তুরস্কের একাধিক শহরে উদ্ধারকাজ চালাচ্ছে অপারেশন দোস্ত।
ট্যুইটে কী লিখলেন বিদেশমন্ত্রী
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক ট্যুইটে লেখেন, তুরস্কের ইসকান্দারন, হাতায়, তুর্কিয়েতে হাসপাতাল খুলেছে ভারতীয় সেনা। সেখানে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন এনডিআরএফ ও অন্যান্য কর্মীরা।
The army field hospital in Iskenderun, Hatay, Türkiye has started functioning with running Medical, Surgical & Emergency Wards; X-Ray Lab & Medical Store. @adgpi team will work 24 x 7 to provide relief to the affected people.#OperationDost https://t.co/D9ATv2rfAV pic.twitter.com/zFFI85t2sG
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 9, 2023
তুরস্কে কংক্রিট কাটার দিয়ে বিশাল বিশাল কংক্রিট কেটে উদ্ধারকার্য করে চালাচ্ছে এনডিআরএফ। জানা গিয়েছে, ধ্বসংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে থাকলে তাঁর হার্টবিট খুঁজে তাকে বের করার মতো পরিকাঠামো নিয়ে গিয়েছে এনডিআরএফ।
+ There are no comments
Add yours