Durga Puja 2023: বৈকুন্ঠপুর রাজ পরিবারের পুজোর ইতিহাসে নরবলি! প্রতিমার গায়ের রং তপ্ত কাঞ্চনবর্ণা

চালের মণ্ডকে মানুষের প্রতিকৃতি বানিয়েই প্রতীকী নরবলি!
Durga_Puja_2023_(22)
Durga_Puja_2023_(22)

মাধ্যম নিউজ ডেস্ক: জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে প্রাচীন ঐতিহ্য মেনেই জন্মাষ্টমীর পর দিন দুর্গামণ্ডপে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুরু হয়। এই বছর রাজবাড়ির দুর্গাপুজো ৫১৩ বছরে পদার্পণ করবে। রাজ পরিবারের কূলপুরোহিত শিবু ঘোষাল জানান, নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরঞ্জনের পর প্রতিমার মূল কাঠামোকে জল থেকে তুলে রাজবাড়ির মণ্ডপে রেখে দেওয়া হয়। সেই কাঠামোকেই পুজো (Durga Puja 2023) করা হয়। কাঠামো পুজোর পর নান্দোৎসব এবং দধিকাদা খেলা হয়। কাদা খেলার মাটি দিয়েই প্রতিমা তৈরির কাজ শুরু হয়।

ইতিহাসে নরবলির কথা

বৈকুন্ঠপুর রাজ পরিবারের দুর্গাপুজোর ইতিহাসে নরবলির কথা শোনা যায়। রাজ বংশের প্রতিষ্ঠাতা শিষ্য সিংহ পাঁচশো বছর আগে জঙ্গলে শিকারে গিয়ে দেবীর পুজো করার জন্য নরবলির প্রয়োজন মনে করেন। তাঁদেরই এক সঙ্গীকে বলি দিয়ে সেই রক্ত দিয়ে দুর্গার পুজো (Durga Puja 2023) করা হয়েছিল। সেই থেকে প্রতিমার গায়ের রং তপ্ত কাঞ্চনবর্ণা। এখন চালের মণ্ডকে মানুষের প্রতিকৃতি বানিয়েই প্রতীকী নরবলি দেওয়ার রেওয়াজ আছে।

শূন্যে রাইফেলের গুলি 

ইংরেজি ১৫১৫ সালে বৈকুন্ঠপুর রায়কত রাজ এস্টেটের প্রতিষ্ঠাতা শিষ্য সিংহ নরবলি দিয়ে মৃন্ময়ী মা ভগবতীর পুজোর (Durga Puja 2023) সূচনা করেছিলেন। শিষ্য সিংহের ভাই বিশ্ব সিংহ ছিলেন কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা। রাজবাড়ির পুজাকে ঘিরে শহর ও শহরতলির মানুষের ভিড় উপচে পড়ে। স্মরণাতীত কালের প্রথা মেনেই রাজবাড়ির দিঘিতে প্রতিমা নিরঞ্জন হয়। এমনকি পুরানো প্রথা মেনে শূন্যে ১ বা দুই রাউন্ড রাইফেলের থেকে গুলি ছোঁড়া হয়। রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের পরেই শহরের অন্যান্য প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

একচালার প্রতিমা

দেবী দুর্গা এখানে একচালা (Durga Puja 2023)। এই একচালার মধ্যেই দেবী বিগ্রহের সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দেবীর বাহন থাকে। দেবীর বাম দিকে সহচরী জয়া, ডান দিকে বিজয়া একচালার বাইরে থাকেন। ডানদিকে শিব, ব্রহ্মা এবং ছোট সিংহাসনে ঘটের সামনে বিষ্ণু বা বৈকুন্ঠনাথ অবস্থিত থাকেন। রাজ পরিবারের সদস্য প্রণত বসু বলেন, রাজ বংশের এই পুজো অতীতের সমস্ত রীতি রেওয়াজ মেনেই নিষ্ঠার সাথে করা হয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles