মাধ্যম নিউজ ডেস্ক: বনেদি বাড়ির দুর্গাপুজো, যে পুজোর মধ্যে আড়ম্বর কম, নিষ্ঠা বেশি। যে পুজোগুলিকে ঘিরে ইতিহাস জড়িয়ে আছে পরতে পরতে। এরকম একটি বনেদি বাড়ি হল হুগলির জনাইয়ের অন্তর্গত বাকসা গ্রামের চৌধুরী বাড়ি। প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই বাড়ি। পুজোর বয়সও প্রায় সমান (Durga Puja 2023)। জনশ্রুতি, নিশিপদ্ম ছায়াছবিতে উত্তম কুমারের লিপে মান্না দে'র সেই বিখ্যাত গান, "শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নামকরা সেই নট্ট কোম্পানি" রচিত হয়েছিল এই চৌধুরী বাড়িকে ঘিরেই। রাধগোবিন্দ এই চৌধুরী বাড়ির কুলগুরু হওয়ায় দুর্গাপুজোর পাশাপাশি দোলযাত্রাও প্রসিদ্ধ। আর এই দোলযাত্রাকে ঘিরে গ্রামে মেলা থেকে শুরু করে কলকাতার বিখ্যাত যাত্রাদল নিয়ে অনুষ্ঠান করা প্রথম থেকেই এই বাড়ির রেওয়াজ।
কাশী পৌঁছনোর আগেই মায়ের স্বপ্নাদেশ (Durga Puja 2023)
লালবাহাদুর শাস্ত্রী ও ইন্দিরা গান্ধীর আমলে দেশের অর্থমন্ত্রী শচিন্দ্র চৌধুরী ছিলেন এই চৌধুরী বংশেরই সন্তান। এই বাড়ির দুর্গাপুজোর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এখানে দেবীর দশ নয়, চার হাত। এখানে পুজোর কোনও উপাচার মহিলারা করতে পারেন না। সবই পুরুষরা করেন। এই বাড়ির এক বংশধর সুশান্ত চৌধুরী জানান, তাঁদের পূর্ব পুরুষ জগৎনারায়ণ চৌধুরী বর্ধমান রাজার দেওয়ান ছিলেন। বর্ধমান মহারাজাই এই বাকসা গ্রামে শতাধিক বিঘা জমি জগৎনারায়ণকে উপহার দেন। জগৎনারায়ণ ঠিক করেন, তিনি সেখানে দুর্গাপুজো (Durga Puja 2023) করবেন। কীভাবে মূর্তি হবে মায়ের, সেই ধারণা নিতিই তিনি কাশী রওনা হন। কিন্তু কাশী পৌঁছনোর আগেই তিনি মায়ের স্বপ্নাদেশ পান। এরপর তিনি বাকসা ফিরে এসে মায়ের পুজো চালু করেন।
চালচিত্রে রাধাগোবিন্দের স্থান (Durga Puja 2023)
যেহেতু তাঁরা রাধাগোবিন্দের ভক্ত, তাই চালচিত্রের উপর জয়া-বিজয়ার জায়গায় রাধাগোবিন্দের স্থান দেওয়া হয়। আসলে এই পুজো ছিল শাক্ত ও বৈষ্ণব মতের মেলবন্ধন। পুজোর শুরুতে পাঁঠাবলিও হত। কিন্তু এখন ফল বলি হয়। সুদূর কসবা থেকে এসেছিলেন রঞ্জনা বসু। দীর্ঘদিন ধরে এই বাড়ির পুজো (Durga Puja 2023) তিনি দেখে আসেন। পুজোর প্রাক প্রস্তুতি দেখতে অনেকের সঙ্গে তিনিও আসেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours