মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মসনদে দারুণভাবে কামব্যাক করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প ঝড়ে কার্যত উড়ে গিয়েছেন কমলা হ্যারিস। এদিকে ট্রাম্পের ফেরা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের ইউনূস সরকার সহ অনেকেই। এই আবহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জানিয়ে দিলেন, ট্রাম্পের মসনদে বসা নিয়ে উদ্বেগে নেই দেশ। বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট বক্তব্য, ‘‘ট্রাম্পের জয়ে অনেক দেশই উদ্বিগ্ন, তবে ভারত নয়।’’
গতকাল রবিবার মুম্বইতে এই কথাগুলি বলেন বিদেশমন্ত্রী
রবিবার মুম্বইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী (S Jaishankar) এস জয়শঙ্কর। কেমন হতে চলেছে ভারতের সঙ্গে মার্কিন দেশের সম্পর্ক? এ নিয়ে জয়শঙ্করের বক্তব্য, ‘‘আমাদের প্রধানমন্ত্রী প্রথম তিনজন রাষ্ট্রনেতার মধ্যে অন্যতম যিনি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন টেলিফোনের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রথম মার্কিন সফরে যান, তখন ওবামা ছিলেন প্রেসিডেন্ট। তারপরে হলেন ট্রাম্প (Donald Trump)। এরপর বাইডেন। তাহলে আপনারা অনুমান করতেই পারছেন যে আমাদের প্রধানমন্ত্রী কীভাবে সম্পর্কগুলিকে রেখে চলেছেন।’’
#WATCH | Mumbai: At Aditya Birla 25th Silver Jubilee Scholarship Program, EAM Dr S Jaishankar says "...The Prime Minister was among the first three calls President Trump took. PM Modi has built rapport across multiple Presidents. When he first came to DC, Obama was the President,… pic.twitter.com/hSLDK8sKKF
— ANI (@ANI) November 10, 2024
ট্রাম্প (Donald Trump) প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকায় অনুষ্ঠিত হয় হাওডি মোদি
প্রসঙ্গত, শেষবারের মতো ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে আয়োজিত হয়েছিল ‘হাওডি মোদি’ অনুষ্ঠান। অন্যদিকে, এর ঠিক কয়েক মাস পরেই ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমেদাবাদে ট্রাম্পের সম্মানে মোদি অনুষ্ঠিত করেন ‘নমস্তে ট্রাম্প’।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours