Didir Doot: ফের জন-বিক্ষোভের মুখে দিদির দূত, স্বামীকে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন বিধায়ক

আটকে পড়েন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এসকেন্দার গাজিও...
aggitation_minakhan
aggitation_minakhan

মাধ্যম নিউজ ডেস্ক: ফের জন-বিক্ষোভের মুখে দিদির দূত (Didir Doot)। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টা ধরে ঠায় রাস্তায় দাঁড়িয়ে রইলেন দিদির দূত বিধায়ক তৃণমূলের ঊষারানি মণ্ডল ও তাঁরা স্বামী তথা তৃণমূল কংগ্রেসের (TMC) ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল। তাঁদের সঙ্গে থাকায় আটকে পড়েন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এসকেন্দার গাজিও। রবিবার ঘটনাটি ঘটে বসিরহাটের মিনাখাঁর আম্লানি গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায়।

নেপথ্য কারণ...

এই এলাকার প্রধান রাস্তাটি দীর্ঘ দিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। অথচ এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ব্যবহার করেন রাস্তাটি। বারংবার প্রশাসনকে রাস্তার বেহাল দশার কথা জানিয়েও সমস্যা মেটেনি। রবিবার জনসংযোগ বাড়াতে ওই এলাকায় গিয়েছিলেন দিদির দূত (Didir Doot) ঊষারানি, মৃত্যুঞ্জয় এবং এসকেন্দার। গ্রামে ঢোকা মাত্রই স্থানীয়রা তাঁদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে পড়েন ঊষারানি ও তাঁর স্বামী। নাগালে বিধায়ককে পেয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। এলাকার বেহাল রাস্তার পাশাপাশি বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। তাঁদের বক্তব্য, ভোটের পর থেকে রফিকুল একবারও এলাকা পরিদর্শন করতে আসেননি। অভাব অভিযোগ জানাতে গেলেও কোনও সুরাহা হয় না। পরে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। চলে যান ঊষারানিরা। 

আরও পড়ুুন: তৃণমূলের বিক্ষোভের মুখে দলবদলু ‘দিদির দূত’ জয়প্রকাশ, বিশ্বজিৎ, দেখে নিন সম্পূর্ণ তালিকা

নানা কেলেঙ্কারির পাঁকে পড়ে গিয়ে কলঙ্কিত হয়েছে তৃণমূলের ভাবমূর্তি। পঞ্চায়েত নির্বাচনের আগে হারানো ভাবমূর্তি ফেরাতে জনসংযোগ বাড়ানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই মতো চালু হয় দিদির দূত (Didir Doot) কর্মসূচি। এই কর্মসূচি পালন করতে গিয়েই দিকে দিকে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতানেত্রী। বস্তুত দিদির দূত (Didir Doot) কর্মসূচি পালন করতে গিয়ে প্রথম থেকেই পদে পদে হোঁচট খেতে হয়েছে তৃণমূল নেতাদের। পুরুলিয়ার রঘুনাথপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং, রামপুরহাটের মাড়গ্রামে শতাব্দী রায়, বীরভূমের বালিজুড়ির কুখুটিয়া গ্রামে দেবাংশু ভট্টাচার্য, বাঁকুড়ায় সায়ন্তিকা ব্যানার্জি, মুর্শিদাবাদে সাংসদ আবু তাহের, ময়ূরেশ্বরে সাংসদ অসিত মাল ও বিধায়ক অভিজিৎ রায়, গলসিতে বিধায়ক নেপাল ঘোরুই, পটাশপুরে বিধায়ক জুন মাল্য। বিক্ষোভের জেরে পশ্চিম মেদিনীপুরে কর্মসূচি বাতিল করেন কুণাল ঘোষ। নদিয়ায় গিয়ে জনরোষের মুখে পড়েন খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমন অভিজ্ঞার সাক্ষী হয়েছেন তৃণমূলের আরও অনেকেই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles