মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির (AAP) দিল্লির সরকারের (Delhi Govt) সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার (VK Saxena) লড়াই গড়াতে চলেছে আদালত পর্যন্ত। আম আদমি পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির (Defamation) মামলা দায়ের করতে চলেছেন লেফটেন্যান্ট গভর্নর।
সূত্রের খবর, আপ বিধায়ক অতিশি, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক, দিল্লির ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের ভাইস চেয়ারম্যান জেসমিন শাহের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি। ২০১৬ সালে খাদি ও গ্রামীণ ইন্ড্রাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে। ‘মিথ্যে’, ‘কল্পনাপ্রসূত’ এই অভিযোগ তুলেছিলেন ওই চারজন। তাঁদের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করতে চলেছেন লেফটেন্যান্ট গভর্নর।
সম্প্রতি আম আদমি পার্টির নেতা ও পার্টি সদস্যদের অভিযোগ, খাদি ও গ্রামীণ ইন্ড্রাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সাক্সেনা ওই কমিশনের কর্মীদের বাধ্য করেছিলেন ১৪০০ কোটি টাকার বাতিল নোট বদলাতে। সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআই অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। নয়াদিল্লির রাউজ অ্যাভেনিউ কোর্টে ওই মামলা বর্তমানে বিচারাধীন। জানা গিয়েছে, যাঁদের কথার ভিত্তিতে অভিযোগ তির লেফটেন্যান্ট গভর্নরের দিকে প্রাথমিকভাবে দেখা গিয়েছে, তাঁরা নোটবন্দির সময় দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন।
আরও পড়ুন :তিন মাসেই পাঞ্জাবে আপ-সরকারের বিরুদ্ধে জমছে ক্ষোভ!
সিবিআইয়ের প্রাথমিক তদন্তেই উঠে এসেছে এই তথ্য। অথচ আপ নেতারা লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে মিথ্যে, কল্পনাপ্রসূত ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন। জানা গিয়েছে, লেফটেন্যান্ট গভর্নর বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। আপ নেতারা যা খুশি বলে পার পেয়ে যাবেন, তা হবে না। সেই কারণেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন সাক্সেনা। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছেন লেফটেন্যান্ট গভর্নর। তাই চলছে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours