মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনার পরই তারা অঞ্জলির দেহ দেখতে পেয়েছিল। কিন্তু পুলিশে মামলার ভয়ে তারা এতটাই ভীত ছিল যে দেহটি চাকায় জড়ানো অবস্থায় দেখেও গাড়ি থামায়নি। যতক্ষণ না দেহটি রাস্তার ধারে ছিটকে পড়ে যায়, ততক্ষণ অবধি ঘষটাতে ঘষটাতে মৃতদেহটিকে নিয়ে যায় তাঁরা। ১ জানুয়ারির রাতে নয়া দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় গাড়ি দুর্ঘটনায় স্বীকারোক্তি অভিযুক্তদের। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে খারাপভাবে গাড়ি চালানো, মদ্যপান করে গাড়ি চালানো ও গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।
যা বললেন অভিযুক্তেরা
দিল্লির সুলতানপুরীতে অঞ্জলি সিংকে (Anjali Singh) বর্ষবরণের রাতে যেভাবে গাড়ির তলায় ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা দেখে শিউরে উঠেছে দেশবাসী। প্রথমে অঞ্জলির স্কুটারে ধাক্কা মারে গাড়িটি। অঞ্জলি পড়ে গিয়ে গাড়ির তলায় আটকে যান। অভিযোগ, ওই অবস্থাতেই তাঁকে ছেঁচড়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা এগিয়ে যায় ঘাতক গাড়িটি। তার পরে অঞ্জলির দেহ ফেলে রেখে পালায় অভিযুক্তরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে পুলিশের কাছে অভিযুক্তেরা জানিয়েছিলেন, তাঁরা বুঝতে পারেননি গাড়ির চাকায় কেউ আটকে রয়েছেন। গাড়িতে তারস্বরে গান বাজছিল, তাই বাইরের কিছুই তাঁরা শুনতে পাননি বলে দাবি করেছিলেন। পরে পুলিশের জেরার মুখে বয়ান বদল করে তারা। এক অভিযুক্তের কথায়, ‘যখন বুঝতে পারি গাড়ির চাকায় কেউ আটকে আছে, তখন বারবার ইউটার্ন নিচ্ছিলাম। আমরা ভেবেছিলাম তাতেই গাড়ির চাকায় আটকে থাকা দেহটা পড়ে যাবে মাটিতে। কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না। তাতেই আরও ভয় পেয়ে যাই আমরা।'
আরও পড়ুন: সামনেই চিনা নববর্ষ, করোনার মধ্যেই ভ্রমণ সংক্রান্ত একাধিক বিধিনিষেধ তুলে নিল জিনপিং সরকার
অঞ্জলি ছিলেন মৌলানা আজাদ কলেজের ছাত্রী। ৩১ তারিখ একটি নিউ ইয়ার পার্টিতে বান্ধবীর সঙ্গে গিয়েছিলেন অঞ্জলি। ভোররাতে যখন দুর্ঘটনাটি ঘটে তখন অঞ্জলির স্কুটির পিছনে ছিলেন তাঁর বান্ধবী নিধি। কিন্তু দুর্ঘটনার পর ভয়ে তিনিও পালিয়ে গিয়েছিলেন বলে পুলিশের বয়ানে জানিয়েছেন নিধি। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে দীপক খন্না, অমিত খন্না, মনোজ মিত্তল, মিঠুন, কৃষ্ণ, আশুতোষ এবং অমিতকে। তাঁরা ১ জানুয়ারির দিন ঘাতক গাড়িটিতে ছিলেন। একটি সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাদের গ্রেফতার করে। সেখানে দেখা গিয়েছে, রোহিণীর কাছে গাড়ি বদলে অটোতে চেপে পালিয়ে যায় অভিযুক্তেরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours