Bomb Blast in Dattapukur: বাজির পর এবার দত্তপুকুরে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিশু! কবে হুঁশ ফিরবে?

দত্তপুকুরের বোমা বিস্ফোরণ, আহত পাঁচ শিশু!
Bomb_Blast_in_Dattapukur
Bomb_Blast_in_Dattapukur

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Bomb Blast in Dattapukur) বাজি কারখানায় বিস্ফোরণের পর এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণে গুরুতর জখম পাঁচ শিশু। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের বাজি কারখানাগুলিতে দেশি বোমার চাষ করা হয়, এই অভিযোগে বারবার বিরোধীরা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রশাসনের হুঁশ এখনও ফিরছে না। 

উল্লেখ্য, এই স্থানেই গত অগাস্ট মাসে ভয়াবহ বাজি বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল। তবুও প্রশাসনের ঘুম ভাঙেনি। এই বছরেই রাজ্য জুড়ে এগরা, বজবজ, পিংলা, দিনহাটা, সামসেরগঞ্জ, ঘুটিয়ারি শরীফ, নানুর, ভাঙ্গড়, কালিয়াচক সহ একাধিক জায়গায় বাজি বিস্ফোরণ তথা বোমা বিস্ফোরণের ঘটনায় রাজ্য বার বার তোলপাড় হয়ে উঠেছিল। প্রত্যেক বিস্ফোরণে মানুষের মৃত্যু যেমন হয়েছে, তেমনি শিশুরা পর্যন্ত বিস্ফোরণের প্রভাব থেকে নিস্তার পায়নি। নিহত এবং আহতের সংখ্যাটা নেহাত কম ছিল না। তাই বিরোধীদের অভিযোগ, শাসক তৃণমূল দলের প্রত্যক্ষ মদতে এই বাজি-বোমার কারখানাগুলি চলছে। একই ভাবে পুলিশের নিস্ক্রিয়তা নিয়েও সাধারণ মানুষ সরব হয়েছেন। উত্তর ২৪ পরগনায় ফের বোমা বিস্ফোরণে শিশুরা আক্রান্ত হওয়ায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনা কীভাবে ঘটল (Bomb Blast in Dattapukur)?

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দত্তপুকুর (Bomb Blast in Dattapukur) থানার কোটরা গ্রাম পঞ্চায়েতের খড়কি দক্ষিণপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বালতির মধ্যে বোমা রাখা হয়েছিল। আর এই বোমা নিয়ে কয়েকজন শিশু খেলা করছিল। হঠাৎ একটি সুতলি খুলে গেলে আচমকা বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত ছোট জাগুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুদের। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় মানুষের বক্তব্য

স্থানীয় আব্দুল হাকিম বলেন, “বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি ঘটেছে। ওরা বেশ কয়েকটি বোমা নিয়ে প্রথমে খেলতে শুরু করে। এরপর হঠাৎ তীব্র শব্দে বিস্ফোরণ (Bomb Blast in Dattapukur) ঘটে। ইতিমধ্যে ৫ জন বাচ্চা বোমার আঘাতে আহত হয়েছে।” তবে কে বোমা রেখে গিয়েছে, সেই বিষয় সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি। প্রশাসনের বিরুদ্ধে এলাকাবাসীর একটি বড় প্রশ্ন হল, পুলিশ এলাকায় ঠিক করে কর্তব্য পালন করছে না। মাত্র কয়েকদিন আগেই এই দত্তপুকুরে বাজি বিস্ফোরণে ৯ জন মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু এবার আবার ফের বিস্ফোরণ! আহত ৫ শিশু! তাতেও ঘুম ভাঙছে না প্রশাসনের।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles